রইল সন্ত্রাসবাদ নিয়ে তৈরি ১০টি ছবির খোঁজ, দেখে নিন '৭২ হুরেঁ’ ছাড়া আর কোন কোন ছবি আছে তালিকায়

একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছবি তৈরি হয় বলিউডে। কখনও ছবির গল্পে উঠে আসে আন্ডারওয়ার্ল্ড দুনিয়ার কাহিনি। তো কখনও উঠে আসে কোনও কঠিন সত্য। রইল সন্ত্রাসবাদ নিয়ে তৈরি ১০টি ছবির খোঁজ, দেখে নিন ’৭২ হুরেঁ’ ছাড়া আর কোন কোন ছবি আছে তালিকাতে।

Sayanita Chakraborty | Published : Jun 29, 2023 9:06 AM IST / Updated: Jun 29 2023, 02:37 PM IST
110

রোজা (Roja)

১৯৯২ সালে মুক্তি পায় রোজা। এক হানিমুন কাপেলের স্টোরি নিয়ে তৈরি এই ছবি। ছবিতে উঠে এসেছে সন্ত্রাসবাদ। ঘুরতে কীভাবে সন্ত্রাসবাদের শিকার হলেন তা নিয়ে তৈরি ছবি।

210

দিল সে (Dil Se)

১৯৯৮ সালে মুক্তি পায়ে দিল সে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, উর্মিলা মাতোন্ডকর। রোম্যান্টিক থ্রিলার এই ছবির কেন্দ্রে ছিল সন্ত্রাসবাদ। সে সময় ব্যাপক মাত্রায় সফল হয়েছিল ছবিটি।

310

সরফরোজ (Sarfarosh)

১৯৯৯ সালে মুক্তি পায় সরফরোজ । আমির খান, সোনালী বিন্দ্রে, নাসিরুদ্দিন শাহ অভিনীত এই ছবিটিতে সন্ত্রাসবাদের ঝলক মিলেছে। এক কঠিন সত্য উঠে এসেছে ছবির কেন্দ্রে।

410

ব্ল্যাক ফ্রাইডে (Black Friday)

২০০৪ সালে মুক্তি পায় ব্ল্যাক ফ্রাইডে। ১৯৯৩ সালে হওয়া মুম্বই ব্লাস্টের ঘটনা নিয়ে তৈরি হয় এই ছবি। অনুরাগ কাশ্যপের এই ছবিতে অভিনয় করেছিলেন পবন মালহোত্রা, ইমতিয়াজ আলি, কেকে মেনন। ছবির কেন্দ্রে ছিল সন্ত্রাসবাদ।

510

ফানা (Fanaa)

২০০৬ সালে মুক্তি পায় ফানা। আমির খান ও কাজল অভিনীত এই ছবি বেশ সফল হয়েছে। ফানা ছবি সে সময় ব্যাপক সাফল্য পেয়েছিল। এই ছবির কেন্দ্রে ছিল সন্ত্রাসবাদ। এক কঠিন বাস্তর উঠে এসেছিল ছবিতে।

610

আ ওয়েডনেস ডে (A Wednesday)

২০০৮ সালে মুক্তি পায় আ ওয়েডনেস ডে। বলিউড থ্রিলার এই ছবি পরিচালনা করেছেন নিরজ পান্ডে। নাশিরুদ্দিন শা ও অনুপম খের-র মতো তারকাদের দেখা গিয়েছিল ছবিতে। ছিলেন জিমি শেরগিল, দীপক শাহ ও আমির বশির। এক সময় বেশ হিট করেছিল ছবিটি। এই ছবির কেন্দ্রেও রয়েছে সন্ত্রাসবাদের কাহিনি।

710

নিউ ইয়র্ক (২০০৯)

কবির খান পরিচালত নিউ ইয়র্ক মুক্তি পায় ২০০৯ সালে। ছবিতে জন, ক্যাটরিনা, নীল নিতিন মুকেশ ও ইরফান খান ছিলেন ছবিতে। ছবিতে উঠছিল সন্ত্রাসবাদের কাহিনি। কীভাবে কেউ এমন দুষ্কৃতির দলে যুক্ত হয়ে পড়ে সেই নিয়ে ছবিটি।

810

বেবি

২০১৫ সালে মুক্তি পায় বেবি। নিরজ পান্ডে পরিচালিত এই ছবির কেন্দ্রে ছিলেন অক্ষয় কুমার, অনুপম খের, রানা ডাগ্গুপতি, ড্যানি-সহ আরও অনেকে। সন্ত্রাসবাদের এক কঠিন কাহিনি উঠে এসেছিল ছবিতে। সে সময় ছবিটি কতটা সফল হয়েছিল তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

910

দ্য কেরালা স্টোরি

২০২৩ সালে মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। কেরলে নার্সিং পড়তে গিয়ে কীভাবে একটি মেয়ে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তা নিয়ে এই ছবি। একটি মেয়ের জীবন দিয়ে ছবির পুরো কাহিনি আবর্তীত হয়েছে। কেরল থেকে কীভাবে সে সিরিয়া পৌঁছাবে, তা ফুটে উঠেছে। ছবিটি ঘিরে বিতর্কও হয়েছিল বিস্তর। তা সত্ত্বেও সফল হয় দ্য কেরালা স্টোরি।

1010

৭২ হুররেন (72 Hoorain)

সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সন্ত্রাসবাদী মৌলবীদের নিয়ে তৈরি ছবি। সে কারণে ছবিতে আপত্তি জানিয়েছেন একাধিক মুসলিম নেতা ও ধর্মগুরু। এই ছবির বিরুদ্ধে রয়েছে ইসলামদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। সঙ্গে উঠেছে নানান বিতর্ক। সে কারণে আপাতত মুক্তি স্থগিত হল এই ছবির।

Share this Photo Gallery
click me!

Latest Videos