Adipurush: নির্মাতাদের তুলোধনা এলাহাবাদ হাইকোর্টে, সঙ্গে জেনে নিন ছবি নিয়ে কী বললেন CBFC-র সদস্য বিবেক অগ্নিহোত্রী

ছবি মুক্তির পর থেকে চলছে বিতর্ক। একের পর এক মামলা হয়েছে ছবির বিরুদ্ধে। সদ্য প্রকাশ্যে এল এলাহাবাদ কোর্টের রায়। নির্মাতাদের তুলোধনা এলাহাবাদ হাইকোর্টে, জেনে নিন কী রায় দিল আদালত।

Sayanita Chakraborty | Published : Jun 29, 2023 3:40 AM IST
110
আদিপুরুষ

ফের চর্চায় আদিপুরুষ। আদিপুরুষ ছবি প্রদর্শন নিষিদ্ধ হওয়া নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের হয়েছে কয়েকদিন আগেই। এই মামলায় বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-কে ব্যক্তিগত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট।

210
আদিপুরুষ

এদিন শুনানির সময় বিচারপতি রাজেশ সিং চৌহন ও শ্রী প্রকাশ সিং-র বেঞ্চ চলচ্চিত্র নির্মাতাদের ধর্মীয় গ্রন্থের ওপর সিনেমা না বানানোর পরামর্শ দেন। সঙ্গে আদিপুরুষ নিয়ে তুলোধনা করেন পরিচালক ও প্রযোজকদের।

310
আদিপুরুষ

আদিপুরুষ ছবির নিয়ে বিতর্কের মুখে পড়েন পরিচালক থেকে প্রযোজক সকলে। ছবির একাধিক দৃশ্য থেকে সংলাপ নিয়ে বিতর্ক ওঠে। ছবিতে টপোরি সংলাপ ব্যবহার করা নিয়ে শুরু হয় বিতর্ক। তেমনই নানান বিতর্ক দেখা যায় ছবির দৃশ্য নিয়ে। সে কারণে ছবি প্রদর্শন বন্ধের দাবিতে কোর্টে মামলা হয়।

410
আদিপুরুষ

বুধবার এলাহাবাদ আদালতে বিচারপতি রাজেশ সিং চৌহাল ও শ্রী প্রকাশ সিং-র বেঞ্চ নির্মাতাদের বলেন, আপনাদের কোরান, বাইবেলের ওপর সিনেমা বানানো উচিত নয়। আমরা স্পষ্ট জানাচ্ছি, কোনও ধর্মকেই স্পর্শ করা উচিত নয়। কোনও ধর্মকেই ভুলভাবে তুলে ধরবেন না। আদালতের কোনও ধর্ম নেই।

510
আদিপুরুষ

বিচারপতি বলেন, নির্মাতারা খালি টাকা রোজগার করতে চান। ভুল তথ্য নিয়ে যদি কোরানের ওপর তথ্যচিত্র বানান, তারপর দেখতে পাবেন কী ঘটে। - এভাবে এলাহাবাদ হাইকোর্টে ছবি প্রসঙ্গে মত দেন বিচারপতি।

610
আদিপুরুষ

তবে, তারা বলেন, এই ছবি দেখার পরে যে আইনশৃঙ্খলার অবনতি হয়নি, এটাই ভালো বিষয়। হনুমান ও সীতাকে ছবিতে যে ভালে দেখানো হয়েছে তা সঠক নয়। এই বিষয়গুলো প্রথমেই বাদ দেওয়া উচিত ছিল। অনেক দৃশ্যই প্রাপ্তবয়স্কদের। তা না থাকাই বাঞ্ছনীয়।

710
আদিপুরুষ

এরই মাঝে আদিপুরুষ ছবি প্রসঙ্গে মুখ খুললেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন -র (CBFC) সদস্য পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁকে প্রশ্ন করা হয়, ছবির দৃশ্য ও সংলাপ নিয়ে কেন তারা আপত্তি জানাননি। এর উত্তরে তিনি বলেন, ‘ছাড়পত্রের জন্য আমরা ছবি দেখি না, দেখে সাধারণ দর্শক।’

810
আদিপুরুষ

১৬ জুন মুক্তি পেয়েছে আদিপুরুষ। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানসের ওপর ভিত্তি করে ছবি তৈরি করছেন ওম রাউত। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু, ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে শ্রী রামের ভাবমূর্তি।

910
আদিপুরুষ

মুক্তি আগে পরিচালক দাবি করেছিলেন ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু, ছবি মুক্তির পর দেখা যায় ঐতিহাসিক কাহিনির সঙ্গে বিস্তর তফাত রয়েছে ওম রাউতের পরিচালিত আদিপুরুষ ছবিতে। সে কারণে শুরু হয় বিতর্ক। ছবির শ্রী রাম, লক্ষ্মণ, সীতা থেকে শুরু করে রাবণ ও হনুমানজী-র চরিত্রায়নের ক্ষেত্রে বিস্তর তফাত দেখা যায়।

1010
আদিপুরুষ

তেমনই বিতর্ক শুরু হয় ছবির সংলাপ নিয়ে। হনুমানজীর মুখে, ‘কাপড় তোর বাবার. তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার’- এই সংলাপ শুনে সকলে চমক পেয়েছেন। নানান বিতর্কের পর পরিবর্তন করা হয়েছে ডায়লগ। বাবার শব্দ পরিবর্তন করে লঙ্কা শব্দ ব্যবহার করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos