উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক
বাস্তব ঘটনার ওপর তৈরি উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক। ছবির সাফল্য গড়েছিল রেকর্ড। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, মোহিত রায়না, কৃতি কুলকারনি-র মতো স্টারেরা। আদিত্য ধর পরিচালিত ২৫ কোটি বাজেটের এই ছবিটি আয় করেছিল ৩৫৯ কোটি।