সইফ থেকে কিয়ারা- বলিউডে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেছেন এই ১০ তারকা

Published : Jul 28, 2023, 12:18 PM IST

বলিউডা পা রাখার আগে নাম পরিবর্তন করে থাকেন অনেক তারকাই। আজ রইল এমন ১০ তারকার হদিশ।

PREV
110

কিয়ারা আডবানি

কিয়ারার আসল নাম আলিয়া। তিনি বলিউডে পা রাখার আগে সলমন তাঁকে পরামর্শ দিয়েছিলেন নাম পরিবর্তন করার। তিনি বলিউডে পা রাখার আগে আলিয়া ভাট নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। যাতে দর্শকদের সমস্যা না হয় সে করাণে কিয়ারাকে নাম পরিবর্তনের পরামর্শ দেন।

210

টাইগার স্রফ

টাইগার স্রফের আসল নাম জয় হেমন্ত স্রফ। তাঁকে ছোট থেকে তাঁর বাবা টাইগার হলে ডাকত। কিন্তু, বলিউডে পা রাখার আগে জয় হেমন্ত স্রফ থেকে টাইগার স্রফ নামেই সকলের কাছে পরিচিত হতে চান।

310

সইফ আলি খান

আমরা অনেকেই জানি না সইফ আলি খানের আসল নাম সাজিদ আলি খান। কিন্তু, অভিনয় জগতে পা রাখার আগে তিনি সাজিদ থেকে হয়ে যান সইফ। সইফ নামেই পরিচিত হন তিনি। করিনা কাপুর খানের সঙ্গে বিয়ের সময় রেজিস্ট্রি সার্টিফিকেটে সইফের আসল নাম প্রকাশ্যে আসে।

410

ক্যটারিনা কইফ

ক্যটারিনা কইফও বলিউডে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন। তাঁর পুরো নাম ক্যাটরিনা তুরকোত্ত। কিন্তু, বলিউডে পা রাখার আগে প্রযোজক আয়শা স্রফ তাঁর নাম পরিবর্তন করে রাখেন ক্যটারিনা কইফ।

510

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মানের আসল নাম নাশান্ত খুরানা। বলিউডে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করে রাখেন আয়ুষ্মান খুরানা। তিনিও বাকি তারকাদের মতো বলিউডে পা রাখার আগে নাম পরিবর্তন করেন।

610

অজয় দেবগণ

অজয়ের আসল নাম বিশাল। অজয় দেবগণও বলিউডে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন। ফুল অউর কাঁটে ছবিতে অভিনয়ের আগে অজয় দেবগণ নিজের নাম পরিবর্তন করেন। তিনি বিশাল থেকে হন অজয়।

710

ববি দেওল

অনেকেই জানেন না ববি দেওলের আসল নাম বিজয় সিং দেওল। তিনিও বলিউডে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন। ববি দেওল নামে তিনি খ্যাতি পান বক্স অফিসে। একের পর এক হিট দিয়ে দর্শক মনে স্থান পান ববি দেওল।

810

অক্ষয় কুমার

অনেকেই জানেন না অক্ষয় কুমারের আসল নাম রাজীব ভাটিয়া। তিনিও বলিউডে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন। আবার কারও কাছে তিনি খিলাড়ি কুমার। বলিউডে অক্ষয় নামেই খ্যাতি পান নায়ক। একের পর এক হিট দিয়ে দর্শক মনে স্থান পান অক্ষয়। এখনও সমান তালে কাজ করে চলেছেন অক্ষয় কুমার।

910

গোবিন্দা

গোবিন্দ অরুন আহুজা হল গোবিন্দার আসল নাম। বলিউডে পা রাখার আগে তিনিও বাকি তারকাদের মতো নিজের নাম পরিবর্তন করেন। ১৯৮৬ সালে বলিউডে পা রাখেন। লাভ ৮৬ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

1010

দিলীপ কুমার

দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। প্রযোজক দেবিকা রানি তাঁর নাম পরিবর্তন করে রাখেন দিলীপ কুমার। বলিউডে দিলীপ কুমার নামেই খ্যাতি পান। অভিনয় দক্ষতা বলে খুব দ্রুত দর্শক মনে স্থান পেয়েছিলেন দিলীপ কুমার।

click me!

Recommended Stories