সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক ৫৯ বছরে পা দিলেন। ১৬টি ভাষায় ২০০০-এর বেশি গান গাওয়া এই শিল্পীর ব্যক্তিগত জীবন, বিশেষত তাঁর বৈবাহিক জীবন বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অলকার প্রেমকাহিনি অসাধারণ। শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা।
510
অথচ ৩৬ বছর হল তিনি স্বামীর থেকে আলাদা থাকেন। ১৯৮০ সালে প্রথম প্লে ব্যাক করেন অলকা। পায়েন কি ঝঙ্কার গান গেয়েছিলেন।
610
প্রথম গানই ব্যাপক হিট করেছিল। আর পিছন ফিরে তাকাতে হয়নি গায়িকাকে। আশা ভোঁসলেকে টক্কর দেন গায়িকা। তারপর কাজের তাগিদে তাঁকে মুম্বই এসে থাকতে হয়।
710
কুমান শানু ও উদিত নারায়নের সঙ্গে গান বহু গেয়েছেন অলকা। তাঁর সঙ্গে সম্পর্কের কথাও বারে বারে খবরে এসেছে।
810
তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি অন্য কোনও পুরুষের প্রতি আকর্ষিত হইনি তা নয়। তবে আমার শিক্ষা এবং নীতি অন্য ধরনের। আমি শ্রোতে ভেসে যাইনি। বরং বারবর ভেবেছিল আমি নীরজকে ভালবাসি। এই ভালাবাসা আর বিশ্বাসের জোরেই চলছে আমাদের সম্পর্ক।’
910
জানা যায় মাঝে পাঁচ বছর সেপারেটেড ছিলেন। যদিও পরে একসঙ্গে কথা বলে সব মিটিয়ে নেন।
1010
জানা যায়, মুম্বই এলে তাঁর স্বামী অলকার সঙ্গেই থাকেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।