পরিচালক হিসেবে মহেশ ভাট ১৯৭৪ সালে 'মঞ্জিলে অউর ভি হ্যায়' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি 'লহু কে দো রঙ', 'অর্থ', 'সারাংশ', 'জনম', 'নাম', 'আজ', 'কাশ', 'ঠিকানা', 'কবজা', 'আশিকি', 'দিল হ্যায় কে মানতা নেহি', 'হাম হ্যায় রাহি প্যায়ার কে', 'সড়ক', 'জখম', 'নাজায়েজ', 'গুমরাহ'-এর মতো অনেক ছবি তৈরি করেছেন।