স্কুবা ডাইভিং নাকি অন্য কিছু! জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ জানালেন গরিমা

Published : Sep 20, 2025, 07:42 AM IST

Zubeen Garg Death Controversy: শুধুই কী স্কুভা ডাইভিং নাকি অন্য কোনও কারণ? জুবিন গর্গের মৃত্যুতে উঠে আসছে একাধিক প্রশ্ন। আসল সত্যিটা জানালেন তার স্ত্রী গরিমা। কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
প্রয়াত জুবিন গর্গ

রবিবার দেশে ফেরার কথা থাকলেও শুক্রবারই না ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গর্গ। প্রখ্যাত সঙ্গীত শিল্পীর আকস্মিক প্রয়াণে যেমন শোকস্তব্ধ তার অনুরাগীরা তেমনই স্বামীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী পেশায় ফ্যাশন ডিজাইনার গরিমা। স্বামীর মৃত্যুর আসল কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি। 

25
কীভাবে মৃত্যু জুবিন গর্গের?

এই বিষয়ে বলতে গিয়ে জুবিনের স্ত্রী গরিমা জানান, স্কুবা ডাইভিং নয়। তার স্বামী মৃগি রোগে আক্রান্ত। শুক্রবার জুবিনের সঙ্গে স্কুবা ডাইভিং করছিল তার আরও দুই বন্ধু সিদ্ধার্থ ও শঙ্কর। সকলেই তীরে ফিরে এলেও ফের সমুদ্রে নামেন জুবিন। তারপরই অচৈতন্য হয়ে পড়ে জলে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো যায়নি জুবিনকে। 

35
বহুমুখী প্রতিভার অধিকারী জুবিন

জুবিন গর্গ তার বহুমুখী প্রতিভার জন্য ভীষণ জনপ্রিয় ছিলেন। তিনি তার কর্মজীবনে অসমিয়া, বাংলা, হিন্দি সহ মোট ৪০টি ভাষায় গান গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক। সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, কবি এবং সমাজসেবী ছিলেন। শিল্পকলার প্রতি তাঁর নিষ্ঠা তাকে ভারতীয় বিনোদন জগতে একটি অনন্য স্থান এনে দিয়েছে।

45
জুবিনের জন্ম কোথায়?

প্রয়াত গায়ক জুবিন গর্গের জন্ম অসমীয়া ব্রাহ্মণ পরিবারে। যাদের শৈল্পিক শিকড় ছিল দৃঢ়। তার মা ছিলেন একজন গায়িকা। জুবিনের বাবা এখনও একজন গীতিকার এবং কবি। গর্গের ছোট বোন জংকি বোরঠাকুর ছিলেন একজন অভিনেত্রী এবং গায়িকা। যিনি ২০০২ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তার অন্য বোন ডঃ পামে বোরঠাকুর একজন অধ্যাপিকা। সঙ্গীত এবং সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠতা গর্গের শৈল্পিক সাধনাকে ছোটবেলা থেকেই দৃঢ় করে তুলেছিল।

55
কবে থেকে সঙ্গীত জগতে পা?

সঙ্গীতে প্রথম হাতেখড়ি তার মায়ের কাছে হলেও এটাকে পেশা হিসেবে বেছে নেন ১৯৯২ সালে। বাংলা-হিন্দি মিলিয়ে প্রচুর সিনেমায় গান গেয়েছেন তিনি। বলিউডে ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। যদিও তারপরও অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য কম বিতর্কে পড়তে হয়নি তাঁকে। 

Read more Photos on
click me!

Recommended Stories