বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর কিছুই করেই হোক বা না করেই সর্বদাই শিরোনামে থাকেন। সম্প্রতি মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র পাঁচ নম্বর এপিসোডে হাজির হয়েছিলেন করণ জোহর।
212
করণ জোহরের 'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা। অনেকেই এই শো নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মতে এই শো-তে যৌনতা নিয়ে চর্চা চলে। তবে যে যাই বলুক না কেন নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর।
312
এতদিন অন্যের যৌনজীবন নিয়ে গোপন তথ্য টেনে বার করতেন করণ জোহর। এবার নিজেরটাই ফাঁস হয়ে গেল মালাইকার শো-তে। করণ জোহর শো-তে আসবেন আর সেখানে যৌনজীবন নিয়ে কথা হবে না, এমনটা সচরাচর দেখা যায় না।
412
মালাইকা আরোরা শো-তে উপস্থিত হয়ে যেমন একাধিক প্রশ্নের মুখে পড়লেন, তেমনি আবার করণের যৌনজীবন নিয়েও খিল্লি করলেন মালাইকা, যা এখন নেটদুনিয়ার হটকেক।
512
করণের সমস্যা নিয়ে কথা প্রসঙ্গে মালাইকা বলেন, তুমি তো কোনও সম্পর্কে নেই, তাই এতটা ডেসপারেট। সবর্দাই যৌনতা নিয়ে উত্তেজিত। কারণ তুমিই যাই বলো তার সঙ্গে যৌনতা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কারণ তুমি সর্বদাই এমনটা ভাবো।
612
কফি উইথ করণ-এ তারকাদের সেক্স লাইভ নিয়ে রীতিমতো বোমা ফাটান করণ জোহর । এবার মালাইকাকে করণ প্রশ্ন করেন, তাহলে কি আমার ভিতরেই যৌনাকাঙ্খা রয়ে গেছে। আর তার উত্তরে মালাইকা বলেন, হ্যাঁ কারণ তুমি পাচ্ছ না, তাই তোমার এই অবস্থা।
712
আর কোন রাস্তা না পেয়ে করণ মালাইকার থেকে এর থেকে বাঁচার উপায় জানতে চায়। মালাইকা বলেন, তুমি কি ডেটিং অ্যাপ ট্রাই করেছো। করণ বলেন, হ্যাঁ করেছি। কিন্তু কেউ ফলো ব্যাক করেনি। আমি তো কাউকে হাই বলে মেসেজও করেছি। তাতেও কিছু হয়নি।
812
করণ আরও জানান, একটা সময় তো আমি ভেবেছিলাম সুগার ড্যাডি রাখলে খুব মজা হবে। তবে বয়সের সঙ্গে সঙ্গে বুঝলাম...। তারপর মালাইকা করণকে থামিয়ে দিয়ে বলেন, তুমিই তো সুগার ড্যাডি হানি। নিজেকে সেই জায়গায় বসাও, দেখবে লাইন পরে যাবে। আমি কথা দিলাম।
912
করণ জোহরের সেক্স লাইভ জানতে বড্ড বেশি আগ্রহী দর্শকদের। 'কফি উইফ করণ'-এ নিজের যৌনজীবন নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়েছিলেন করণ জোহর। প্রিয়ঙ্কা চোপড়া যখন এসেছিলেন তখনও নিজের যৌনতা নিয়ে বোমা ফাটিয়েছিলেন করণ জোহর।
1012
কফি উইথ করণ সিজন ৫-এর ১২ নম্বর এপিসোডে এসেছিলেন করণ জোহর। আর সেখানেই সেক্স চ্যাট নিয়ে খুল্লামখুল্লা মন্তব্য করেছিলেন করণ জোহর। নিজের শো-তে করণ জানান তার ফোন সেক্সের অভিজ্ঞতা। করণ জোহর বলেন, যখন তুমি অন্য কোনওভাবে সেক্স করার সুযোগ না পাও, তখন তোমার ফোন সেক্সই ভরসা হয়। একবার তো ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছিল। এমনকী নিজের পার্টনারকে ভুল নামেও ডেকে ফেলেছিলেন করণ। যা শুনে হেঁসে ফেলেছিলেন প্রিয়ঙ্কা। পরে যদিও করণ বলেন সেটা তার পার্টনার বুঝে উঠতে পারেননি।
1112
কফি উইথ করণ সিজন ৫-এর ১২ নম্বর এপিসোডে এসেছিলেন করণ জোহর। আর সেখানেই সেক্স চ্যাট নিয়ে খুল্লামখুল্লা মন্তব্য করেছিলেন করণ জোহর। নিজের শো-তে করণ জানান তার ফোন সেক্সের অভিজ্ঞতা। করণ জোহর বলেন, যখন তুমি অন্য কোনওভাবে সেক্স করার সুযোগ না পাও, তখন তোমার ফোন সেক্সই ভরসা হয়। একবার তো ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছিল। এমনকী নিজের পার্টনারকে ভুল নামেও ডেকে ফেলেছিলেন করণ। যা শুনে হেঁসে ফেলেছিলেন প্রিয়ঙ্কা। পরে যদিও করণ বলেন সেটা তার পার্টনার বুঝে উঠতে পারেননি।
1212
নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভাল আর কেউ জানে না। তাও আবার ক্যামেরার সামনে সবটা যেন বের করে নিতে চান করণ জোহর। আবার'কফি উইফ করণ'-এর শো মানেই সেলেবদের সেক্স লাইফ নিয়ে চর্চা। আর সেটা সকলেই এতদিনে জেনে গেছেন। করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌনজীবন ও সম্পর্কই বেশি প্রাধান্য পায়।