মুম্বইয়ের প্রকাশ্য রাস্তায় অশ্লীল আচরণ, থানায় অভিযোগ জমা পড়ল উরফির নামে

Published : Dec 14, 2022, 07:50 AM IST

উরফিকে নিয়ে সকলেই যেন নাজেহাল হয়ে যাচ্ছেন। এবার প্রকাশ্য রাস্তায় অশ্লীল আচরণ করলেন ফ্যাশনিস্তা। সম্প্রতি সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অশ্লীলতার জন্য অভিযোগ দায়ের হয়েছে উরফির নামে।

PREV
110

উরফির বায়নাক্কা কোনওভাবেই থামছে না। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না।

210

খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে।

310

 ফের নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিলেন উরফি জাভেদ। প্রকাশ্য রাস্তায় অশ্লীল আচরণ করলেন ফ্যাশনিস্তা। সম্প্রতি সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অশ্লীলতার জন্য অভিযোগ দায়ের হয়েছে উরফির নামে।

410

মুম্বইয়ের আন্ধেরি থানায় অভিযোগ জমা পড়েছে উরফির নামে। আলি খশিফ খান দেশমুখ নামের এক আইনজীবী উরফির বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশও জানিয়েছেন , দিন কয়েক আগেই অভিযোগ জমা পড়েছিল। তবে কোন আইনভঙ্গ করেছেন উরফি, তা স্পষ্ট ছিল না অভিযোগপত্রে।

510

উরফির ফ্যাশন স্টেটমেন্টের জন্য বারেবারে চর্চা শুরু হয়। অনেকের চোখেই তা অশালীন বলে মনে হয়।  তবে নির্দিষ্ট কোনও ঘটনার প্রমাণ না পাওয়ায় এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক কী করেছিলেন উরফি, যার জন্য অভিযোগ জমা পড়েছে।
 

610

দিনকয়েক আগেই মুম্বই বিমানবন্দরে শাড়ি পরে হাজির হয়েছিলেন উরফি। হাওয়ায় শাড়ির আঁচল উড়তেই তা সামলাতে গিয়েই হাল খারাপ হল ফ্যাশনিস্তার।  সেই ভিডিও ততক্ষণে ইন্টারনেটে ভাইরাল, আর তারপরইঈ অশ্লীলতার দায়ে অভিযোগ জমা পড়েছে।
 

710

শাড়ির আঁচল উড়তেই বেরিয়ে এসেছিল বিভাজিকার। কমলা ও গোলাপি রঙের ফিনফিনে শাড়ির সঙ্গে অন্তর্বাসের মতো ব্লাউজ পরে নজর কেড়েছেন উরফি।  বিমানবন্দরে তাকে দেখতে উপচে পড়েছিল ভিড়। সকল পাপারাৎজিদের পিৎজা দিচ্ছিলেন উরফি। সেই ভিডিও ঘিরেই বিতর্কের সূত্রপাত। 
 

810

 যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।   ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। 

910

কর্মজীবন নিয়ে নয় বরং ব্যক্তিগত জীবনের জন্যই শিরোনামে থাকেন উরফি জাভেদ। প্রতিনিয়তই হালফ্যাশনে নিত্যনতুন ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। এবারও তার অন্যথা হল না।  বিভিন্ন উদ্ভট জিনিস দিয়ে নিজের মনের মতো জামা পরে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ।বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। হামেশাই জামা-কাপড় ছুরি-কাঁচি চালিয়ে শিরোনামে থাকেন  উরফি। 

1010

বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেলেন উরফি জাভেদ। অশ্লীল ফ্যাশনের জন্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের তো কখনও আবার প্রাণে মেরে ফেলার হুমকি আর কী কী সহ্য করতে হচ্ছে ফ্যাশন কুইন উরফিকে। 

click me!

Recommended Stories