আরবাজের সঙ্গে বিচ্ছেদ হলেও যে একটা টান রয়ে গেছে তা স্পষ্ট ধরা পড়েছে মালাইকার কথায়। 'মুভিং ইন উইথ মালাইকা'-শো তে আরবাজকে নিয়ে সুখস্মৃতিতে ভাসলেন মালাইকা। মালাইকা জানিয়েছিলেন, পথ দুর্ঘটনার সময় যখন অস্ত্রোপচার হয়, চোখ খুলে সবার আগে আরবাজকেই দেখেছিলেন বলি নায়িকা। এবং ওই দুঃসময়ে সব ফেলে আরবাজ ছুটে এসেছিলেন বলে জানিয়েছেন মাল্লা। এই কারণেই আরবাজের ভূয়সী প্রশংসা করেছেন মালাইকা।