বিয়ে না করেই 'মধুচন্দ্রিমা' উপভোগ করছেন মালাইকা, ফ্যাশনিস্তার উত্তরে চমকে গেলেন ভক্তরা

Published : Mar 20, 2023, 10:44 AM IST

লাইমলাইটে কীভাবে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত মালাইকা-অর্জুন। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই বিয়ে নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন লাভবার্ডস। এবার বিয়ে নিয়ে প্রশ্ন শুনতেই মালাইকা বলেন আমরাএখন প্রি-হানিমুনে রয়েছি।

PREV
110

দীর্ঘ ১৮ বছরের আরবাজের সংসার ছেড়ে ছেলে আরহানকে নিয়ে বর্তমানে একাই থাকেন মালাইকা আরোরা । তবে ছেলেকে নিয়ে পুরোপুরি একা নন, বয়ফ্রেন্ড অর্জুনও থাকেন তাদের সঙ্গে।

210

মালাইকা ও অর্জুনের প্রেমের কেচ্ছা নতুন নয়। প্রথম দিকে প্রেম নিয়ে মুখ না খুললেও এখন পুরোটাই খুল্লামখুল্লা। এখন আর কোনও লুকোছাপা নেই বরং সবটা প্রকাশ্যেই আলোচনা করেন অর্জুনও মালাইকা।

310

তবে বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন  অর্জুন ও মালাণকা। তেমনই উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছেন তারা। এবার এক অনুষ্ঠানে এসে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন মালাইকা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

410

মালাইকা বিয়ের প্রশ্ন শুনে সটান জানান, আমরা এখন প্রি-হানিমুন পর্যায়ে রয়েছি, এবং প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছি।  বিয়ে না হতেই হানিমুন এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগীরা।

510

মালাইকা আরও বলেন, আমরা দুজনেই যথেষ্ঠ অভিজ্ঞ। দুজনে একে-অপরের সঙ্গে জীবন কাটাতে চাই। বিয়ে নিয়ে আমরা  নিজেদের মধ্যে মজা করলেও তা নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করি। তবে সবটা বলতে চাই না। এই কথা শুনেই আরও কৌতুহল বাড়ছে অনুরাগীদের।

610


বয়স বাড়লেও তার মন ও শরীর যেন ২০-র যুবতী। ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়ন তার প্রমাণ দিয়েছে বারবার। তবে বয়সের ফারাকের জন্য একাধিকবার ট্রোলডও হয়েছেন মালাইকা,তবে বয়সের অজুহাত দিয়েই সম্পর্ককে অপবিত্র তকমা দিতে পিছপা হননি বলিউডের মাল্লা।
 

710

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।  তার মতে, বয়স কখনওই সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়নি বরং অর্জুনের সঙ্গে থাকলে নিজেকে যুবতী বলে মনে হয় আমার।

810

লাইমলাইটে কীভাবে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত মালাইকা-অর্জুন।  ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই  নেটিজেনদের নজরে রয়েছেন বলি লাভবার্ডস। সম্প্রতি খুল্লামখুল্লা প্রেম থেকে সম্পর্কেপর গভীর রসায়ন নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকার প্রেমিকা অর্জুন কাপুর।

910


মালাইকা ৪৮ এবং অর্জুন ৩৬। দুজনের বয়সের ফারাক বিস্তর। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে দীর্ঘ কয়েক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা।  খুল্লামখুল্লা প্রেমে মজেছেন অর্জুন ও মালাইকা। 

1010


তবে বিয়ের নিয়ে এই মুহূর্তে কিছু পরিকল্পনা না থাকলেও দুজনে একসঙ্গে থাকার পরিকল্পনা সেরে ফেলেছেন। কারণ একসঙ্গে থাকলেই মন ভাল থাকে মালাইকার। এমনকী অর্জুনও তেমনটাই চান।

click me!

Recommended Stories