৫ কোটি টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে হুমকি, পরে ক্ষমা চাইলেন সেই ব্যক্তি, বিপাকে সলমন খান

সলমন খানকে ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাং এর সাথে সমস্যার সমাধানের জন্য টাকা দাবি করা হয়েছে। পরে হুমকিদাতা ক্ষমা চাইলেও, সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দীর্ঘদিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সলমন খান। আসছে প্রাণনাশের হুমকি। তার মধ্যে লরেন্স বিষ্ণোই-র কারণে এক প্রকার ভয় পেয়ে আছেন অভিনেতা। নিজের প্রাণ বাঁচাতে বাড়িয়েছেন সিকিউরিটি। তেমনই ২ কোটি খরচ করে কিনেছেন বুলেট প্রুফ গাড়ি। এরপরই যেন বিপদ পিছু ছাড়ছে না।

সদ্য ৫ কোটি টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে ভাইজানকে হুমকি দিল এক ব্যক্তি। তিনি হলেন, তাঁকে নাকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সব সমস্যার সমাধান করে দেবে।

Latest Videos

মেসেজে লেখা ছিল, এটাকে হালকা ভাবে নিও না। যদি সলমন খান বাঁচতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে ৫ কোটি টাকা দিতে হবে তাঁকে। টাকা না দিলে, সলমনের ভাগ্য বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে। এবার সেই নম্বর থেকে ফের মেসেজ আসে। সেই ব্যক্তি এবার ক্ষমা চাইলেন ভাইজানের কাছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা।

এদিকে বর্তমানে Y+ নিরাপত্ত পাচ্ছেন ভাইজান। মুন্বইয়ের বান্দ্রা এবং পানভেলের তার ফার্ম হাউজের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়াও, মুম্বই পুলিশ নিরাপত্তা বাড়ানোর জন্য এআই চালিত, উচ্চ রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছে। যাতে মুখ চেনার প্রযুক্তি রয়েছে।

এদিকে এনসিপি নেতা বাবা সিদ্দিকের হত্যার পর ভাইজানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তিনবারের বিধায়ককে তার ছেলের অফিসের সামনে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সে যাই হোক, এখন বিপাকে সলমন খান। ফের হুমকি পেলেন অভিনেতা। 

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir