কোন সিনেমা বানাতে মনোজ কুমারকে বাংলো বিক্রি করতে হয়েছিল? শুনলে অবাক হয়ে যাবেন

Published : Apr 04, 2025, 03:35 PM IST

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভারত কুমার নামে পরিচিত মনোজ কুমার মারা গেছেন। শোনা যায়, তিনি নাকি একটি সিনেমা বানানোর জন্য নিজের বাংলো পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। 

PREV
17
শুক্রবার বলিউড ইন্ডাস্ট্রির জন্য খারাপ খবর ছিল। প্রবীণ অভিনেতা মনোজ কুমার ৮৭ বছর বয়সে মারা গিয়েছেন। তাঁর কাজের জন্য তিনি বিখ্যাত।
27

জানা যায়, সিনেমা ক্রান্তি বানানোর জন্য মনোজ কুমারকে অনেক কষ্ট করতে হয়েছিল। এই সিনেমা বানানোর সময় তিনি আর্থিক সমস্যায় পড়েছিলেন। নিজের বাড়ি বিক্রি করেছিলেন।

37
মনোজ কুমার ৩ কোটি টাকার বাজেটে ক্রান্তি সিনেমাটি বানিয়েছিলেন। মুক্তির পরেই সিনেমাটি বক্স অফিসে হিট করে।
47
খুব কম লোকই জানেন যে ক্রান্তি সিনেমাটি বানাতে ২ বছর লেগেছিল। এর প্রধান কারণ ছিল সিনেমার বিশাল তারকা তালিকা।
57
মনোজ কুমার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সেই সময় ১২০ থেকে ১৫০টি শিফটে কাজ করতে হত। সিনেমার ক্লাইম্যাক্স পুরো তারকাদের সাথে শুট করার কথা ছিল।
67
মনোজ কুমারের সিনেমা ক্রান্তিতে হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, শশী কাপুর, পারভিন বাবি, মদন পুরী, টম অল্টার, দিলীপ কুমার, জালাল আগা অভিনয় করেছিলেন।
77

মনোজ কুমার তাঁর কর্মজীবনে উপকার, হরিয়ালি অর রাস্তা, ও কৌন থি, হিমালয় কি গড মে, দো বদন, পাথর কে সনম, নীল কমল এবং ক্রান্তির মতো ছবি পরিচালনা করেছেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories