
মঙ্গলবার আর কিছুক্ষণ পরেই নিউইয়র্ক সিটির রেড কার্পেটে হাঁটবেন দেশ-বিদেশের বিশাল তারক তারকারা। তাদের পাশাপাশি দেখা মিলবে বলিউডের তারক তারকাদেরও। তবে এবার মেট গালার বিশেষ আকর্ষণ বলিউডের 'বাদশা' শাহরুখ খান। এইবার প্রথম তিনি মেট গালায় পা রাখতে চলেছেন, সাথে থাকবে কিয়ারা আদবানী ও দিলজিৎ দোষেঞ্জ।
এই বিশাল বিলাসবহুল ফ্যাশন ও সৃজনশীলতার অনুষ্ঠানে সেজে উঠবেন তারক তারকা। চমক লাগবে মিউজিয়ামেও। Vogue Editor-in-Chief Anna Wintour এবং নেট গলার আয়োজকরা , তাই চান নিখুঁত অনুষ্ঠানের আয়োজন। কে কী খাবেন, কে কী পড়ছেন থেকে শুরু করে মিউজিয়ামের নিরাপত্তায়ও তাদের বিশেষ নজর। আন্তর্জাতিক এই ফ্যাশন প্রদর্শনীর নতুন নিয়মসমূহ মানতে হবে তারকাদেরও, যত বড়ই তারক তারকা হয়ে থাকুন না কেন। আসুন জেনে নিই কী কী নিয়ম বেঁধে দিয়েছে মেট গালার কর্তৃপক্ষরা।
কী কী নিয়ম মানতে হবে মেট গালায় আমনন্ত্রিতদের?
১। সেলফি নয়, ফোনও নয়
মেট গালা ফ্যাশন প্রদর্শনীর পরে মিউজ়িয়ামের ভিতরে আমন্ত্রিতদের জন্য থাকে মিউজ়িয়ামের বিশেষ প্রদর্শনী সফর, মনোরঞ্জনের জন্য অনুষ্ঠান ও প্রাইভেট ডিনারের বন্দোবস্ত। কিন্তু এর কোনওটির ছবি বা ভিডিয়ো ব্যক্তিগতভাবে শেয়ার করতে পারেন না তারকারা। তুলতে পারবেন না কোন সেলফিও। সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে ফোন।
২। পেঁয়াজ-রসুন-ব্রুশেটা বাদ
মেট গালায় আমন্ত্রিতদের জন্য পেঁয়াজ রসুনযুক্ত কোনো খাবারের আয়োজন থাকবে না, চলকে বা ছিটে পড়ার মতো কোনো সস জাতীয় কিছু থাকবে না।যেসব খাবারে মুখে বা শ্বাসের অস্বস্তিকর গন্ধও তৈরি হয়, অলক্ষে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে বা তারকাদের বিলাসবহুল পোশাকে কোনো সসের ছিটে পড়তে পারে - তেমন কিছুই থাকবে না। মেট গালার আয়োজকেরা এই সব বিষয়ও খেয়াল রাখেন। তারা চান না মেট গালার নিখুঁত এই অনুষ্ঠানে তারক তারকাদের অপ্রস্তুতকর কোনো ছবি প্রকাশ পাক।
৩। ধূমপান নিষিদ্ধ
মিউজ়িয়ামের ভিতরে ধূমপান নিষিদ্ধ। দুর্ঘটনাবশত আগুনের ফুলকি ছিটকে এসে নষ্ট হতে পারে কোন তারকা বা ডিজাইনরের বিলাসবহুল কোন পোশাক বা নষ্ট হয়ে যেতে পারে মিউজ়িয়ামের বহু প্রাচীন ফ্যাশন সংগ্রহ।
৪। বিনামূল্যে প্রবেশ নিষেধ
আমন্ত্রিতেরাই একমাত্র মেট গালার ভিতরে প্রবেশের অনুমতি পান, তবে বিনামূল্যে নয়। মেট গালার জন্য টিকিট কাটতে হয় এমনকি আসনও দাম দিয়ে বুক করতে হয়। গত বছর প্রবেশমূল্য ছিল ৭৫ হাজার ডলার যা ভারতীয় টাকায় ৬৩ লক্ষ টাকা। আর আসনের দাম ছিল সাড়ে তিন লক্ষ ডলার যা ভারতীয় টাকায় ২ কোটি ৯৫ লক্ষ টাকা। এই অর্থ তারক তারকাদের জন্য ব্যয় করে ফ্যাশন হাউসগুলি। থাকে কার্ডের ব্যবস্থা এবং একটি কার্ডে একজন তারকাই মাত্র প্রবেশ করতে পারেন।
৫। আসন বাছাই করা যায় না
তারকাদের জন্য আসন কেনা গেলেও আসন বাছতে বা বদলি করা যায়না। কে, কোথায় বসবেন, কার পাশে বসবেন - তা ঠিক করে দেন মেট গালা কর্তৃপক্ষ। এমনকি দম্পতিরাও মেট গালায় একসঙ্গে বসতে পারেন না। তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগ বজায় রাখতেই এমন পদক্ষেপ। এক মাসেরও বেশি সময় ধরে আসন নির্ধারণ পর্ব চলে।
৬। আগে থেকে পোশাকের অনুমোদন করাতে হবে
আমন্ত্রিত তারকারা কী পরে আসবেন, তা Vogue Editor-in-Chief Anna Wintour কে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে আগে থেকে। অনুমোদন পেলে তবেই ফ্যাশন সংস্থাগুলি তারকাদের ওই পোশাক পরাতে পারেন।