Mirzapur Season 3: প্রকাশ্যে এল 'মির্জাপুর ৩'-এর হাড় কাঁপানো ট্রেলার! কেমন ছিল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান? দেখে নিন ঝলক

প্রকাশ্যে এল 'মির্জাপুর ৩'-এর হাড় কাঁপানো ট্রেলার! কেমন ছিল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান? দেখে নিন ঝলক

Anulekha Kar | Published : Jun 20, 2024 11:03 AM IST

115
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

'মির্জাপুর ৩'-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করল অ্যামাজন প্রাইম ভিডিও।

215
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

দ্বিতীয় দ্বিতীয় সিজনের প্রায় চার বছর পরে মুক্তি পাচ্ছে এই তৃতীয় সিজন।

315
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

আগের সিজন শেষে গুলি করা হয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে।

415
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল পুরো মির্জাপুর টিমকে।

515
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

রং-বেরঙের পোশাক পরে হাজির ছিলেন সমস্ত কলাকুশলীরা।

615
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

এই সিজনেই দৃষ্টি আকর্ষণ করবে গায়ে কাঁটা দেওয়া অ্যাকশন ও খুন।

715
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

মির্জাপুর সিজন ৩ এ রয়েছেন শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগল, বিজয় ভার্মা, ইশা তলওয়ার, অঞ্জুম শর্মা।

815
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

এ ছাড়াও রয়েছেন প্রিয়াংশু পাইনিউলি, হর্ষিতা শেখর গৌর, রাজেশ তাইলাং, শিবা চাড্ডা, মেঘনা মালিক এবং মনু ঋষি চাড্ডা।

915
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারে রয়েছে রক্তাক্ত প্রতিশোধের গল্প।

1015
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

এই সিজনে একবারে অন্য ভাবে ফুটে উঠেছে আলি ফজলের চরিত্র।

1115
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

আগামী ৫ জুলাই মুক্তি পেতে চলেছে মির্জাপুর ৩। আমাজন প্রাইমে দেখা যাবে এই শো।

1215
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

এই সিজনেও দেখা যাবে মির্জাপুরের সিংহাসনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই।

1315
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

তবে এই যুদ্ধে গুড্ডু পণ্ডিত কালিন ভাইয়াকে পুরোপুরি পরাস্ত করতে পারেন বলেই দেখান হতে পারে এই সিজনে।

1415
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

এই ট্রেলারের শেষে রয়েছে কালিন ভাইয়ার অসাধারণ একটা সংলাপ।

1515
কেমন ছিল মির্জাপুরের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান?

বহুদিন ধরেই মানুষ সিজন ৩-এর জন্য় অপেক্ষা করে বসেছিলেন।

Share this Photo Gallery

Latest Videos

click me!

Latest Videos

Recommended Photos