বিচ্ছেদের পর স্ত্রীকে দিতে হবে সম্পত্তির ৭০ শতাংশ! মোট কত টাকার মালিক হার্দিক?

Published : Jun 02, 2024, 08:01 PM ISTUpdated : Jun 02, 2024, 08:14 PM IST

বিচ্ছেদের পর স্ত্রীকে দিতে হবে সম্পত্তির ৭০ শতাংশ! মোট কত টাকার মালিক হার্দিক?

PREV
18
মোট কত টাকার মালিক হার্দিক?

বিবাহ বিচ্ছেদ হতে চলেছে হার্দিক-নাতাশার এমনই শোনা যাচ্ছে কানাঘুঁষো! তবে এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি কেউই।

28
মোট কত টাকার মালিক হার্দিক?

তবে আরও একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। বলা হয়েছে ডিভোর্সের পরে নাকি হার্দিকের ৭০ শতাংশ সম্পত্তি নেবে স্ত্রী নাতাশা। আবার শোনা যায় মায়ের নামেই নাকি বেশিরভাগ সম্পত্তি রয়েছে। ঠিক কতটা সম্পত্তি রয়েছে এই ক্রিকেটারের?

38
মোট কত টাকার মালিক হার্দিক?

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ৯৫ কোটি টাকারও বেশি টাকার মালিক হার্দিক। শুধু ক্রিকেট নয় বিভিন্ন ব্র্যান্ডের অ্যাড ও সামাজিক মাধ্যম থেকে টাকা আয় করেন হার্দিক।

48
মোট কত টাকার মালিক হার্দিক?

গুজরাটের ভাদোদরায় দিওয়ালিপুরায় তার একটি ৬০০০ বর্গফুটের বাড়ি রয়েছে। এই বাড়ির আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানা গিয়েছে। এছাড়াও প্রচুর রিয়ে এস্টেট ব্যবসায় বিনিয়োগ করা রয়েছে হার্দিকের।

58
মোট কত টাকার মালিক হার্দিক?

এ ছাড়াও হার্দিকের রয়েছে রোলস রয়েস, ল্যাম্বরগিনি হুরাকান ইভি, অডি A6, রেঞ্জ রোভার ভোগ, জিপ কম্পাস, মার্সিডিজ জি-ওয়াগন, পোর্শে কেয়েন এবং টয়োটা ব্র্যান্ডের বেশ কয়েকটি গাড়ি।

68
মোট কত টাকার মালিক হার্দিক?

প্রতি ওয়ান ডে ম্যাচের জন্য ২০ লাখ টাকা নেন এই ক্রিকেটর এ ছাড়াও টেস্ট ম্যাচের জন্য ৩০ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ লাখ নেন। 

78
মোট কত টাকার মালিক হার্দিক?

বর্তমানে তাঁর মাসিক আয় প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।

88
মোট কত টাকার মালিক হার্দিক?

এ ছাড়াও BoAt, Sin Denim, Gulf Oil India, Villain, Dream11, Xlerate, Souled Store, Amazon Alexa, Reliance Retai ছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হার্দিক।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories