টিসিরিজের আইটেম গানে এবার বাংলার মেয়ে মৌনি রয়। টোনড ফিগার সহ হট লুকে দর্শকদের কাবু করছেন অভিনেত্রী।
Web Desk - ANB | Published : Dec 2, 2022 9:47 AM IST / Updated: Dec 02 2022, 03:26 PM IST
মৌনি রয়
বাংলার মেয়েরা বলিউডে তাদের কলা কৌশল দিয়ে যে দর্শকদের কাবু করেছে, একথা নতুন নয়। একাল হোক কি সেকাল, সবসময়ই বাঙালি মেয়েদের চাহিদা কিন্তু তুঙ্গে। সেকালে শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন থেকে শুরু করে একালের রানী মুখার্জি,বিপাশা বসু আরও অনেকেই।
মৌনি রয়
এবার তাদেরকেই অনুসরণ করে বলিউডের পর্দায় পা রাখেন আমাদের কোচবিহারের মেয়ে মৌনি রয়। প্রথমে টেলিভিশনের পর্দায় অভিনয় করলেও বর্তমানে তিনি বলিউডের অন্যতম ডান্সিং আইকন হিসেবে পরিচিত।
মৌনি রয়
জনপ্রিয় ধারাবাহিক নাগিন'এ অভিনয় করেই মূলত নিজের পরিচিত গড়ে তোলেন অভিনেত্রী। এরপর নানা রিয়েলিটি শো থেকে শুরু করে ব্লকব্লাস্টার সিনেমার আইটেম গানে নাচ করে এক বিরাট ফ্যানবেস তৈরি করেছেন মৌনি।
মৌনি রয়
'দিল গালতি কর বেইঠা হ্যায়','গালি গালি','পাতলি কামারিয়া'র মতো দুর্দান্ত গানে মন মাতানো নাচ করেছেন তিনি। জনপ্রিয় সিনেমা কেজিএফের আইটেম গানেও ছিল মৌনি রয়ের নৃত্যকৌশলী।