বডি শেমিং নিয়ে মন্তব্য করা অনুচিত, বললেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিত্যা মেনন

জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিত্যা মেনন শারীরিক লজ্জা নিয়ে তাঁর মতামত শেয়ার করেছেন।

Sayanita Chakraborty | Published : Oct 25, 2024 7:58 PM
16

‘কলাকুশলী হোন বা অন্য কেউ, তাদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা নীচু মানসিকতা। তবুও মানুষ এভাবে কষ্ট দেয়’ জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিত্যা মেনন বলেছেন।

26

এই বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী নিত্যা মেনন। তিনি বলেছেন, আমি যখন সিনেমা জগতে পা রেখেছিলাম, তখন একটি তেলেগু সিনেমায় অভিনয় করতে গিয়েছিলাম।
 

36

সেখানে আমার কোঁকড়ানো চুল, মোটা, খাটো শারীরিক গঠন নিয়ে সমালোচনা করে কথা বলেছিলেন। তাদের মন্তব্যে মাথা ঘামিয়ে আমি আমার পরিচয় বদলাইনি। আজও তা-ই রয়ে গেছে।

46

আমার ভেতরের শিল্পীই জয়ী হয়েছে বলে তিনি জানিয়েছেন। বেঙ্গালুরুর কন্নড় মেয়ে নিত্যা বর্তমানে ধনুষের সাথে ‘ইডলি কড়াই’ সিনেমায় অভিনয় করছেন।
 

56

রঙিন জীবনে আসার পর কিছু পরিবর্তন হয়েছে কিনা, এই প্রশ্নে নিত্যা বলেছেন, আমরা ছোটবেলায় যেমন ছিলাম, তেমনই আছি।

66

আমাদের হাতে টাকা এলে, নাম পেলে ভেতরে যা থাকে, তা-ই বাইরে আসে। কেউ বদলায় না। বাস্তবতা বাইরে আসে টাকা, নাম এলে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos