সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বড়সড় স্বস্তি পেল অভিনেত্রী রিয়া চক্রবর্তী, CBI-কে কড়া জবাব সুপ্রিম কোর্টের

Published : Oct 25, 2024, 05:26 PM IST

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে স্বস্তি দিল আদালত। সিবিআইকে সতর্ক করে দেওয়া হয়েছে। লুক আউট সার্কুলার বাতিল হল।

PREV
110

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বড়সড় স্বস্তি পেল অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারে। আজ শুক্রবার সিবিআইকে রীতিমতো ওয়ার্নিং দিল কোর্ট। এর কারণ শুনলে চমকে উঠবেন।

210

সিবিআইকে স্পষ্ট জানানো হল, কেবলমাত্র হাই প্রোফাইলের মামলা হওয়ার কারণে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের পক্ষে দেওয়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানানো যায় না।

310

২০২০ সালের ১৪ জুন আত্মহত্যা করেছিল সুশান্ত সিং রাজপুত। তাঁরই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দেহ। প্রাথমিক তদন্তে তা আত্মহত্যা বলে মনে হলেও এই নিয়ে শুরু হয় জল্পনা।

410

অধিকাংশ দাবি করেন হত্যা করা হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। অভিযোগ ওঠে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর নেপথ্যে আছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী।

510

এরপর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। এরপর সামনে আসে মাদককাণ্ড। ঘটনায় গ্রেফতার হন রিয়া। হাজতবাস করতে হয়েছিল তাঁকে।

610

পরে জামিন পান সুশান্ত সিং রাজপুতের প্রেমিতা রিয়া চক্রবর্তী। আবার বলিউডে কামব্যাক করেন। একের পর এক সুযোগ আসে তাঁর কাছে।

710

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার সঙ্গে তাঁর ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পরিবারের বিরুদ্ধে সিবিআই লুক আউট সার্কুলার জারি করেছিল।

810

আর সেই লুক আউট সার্কুলার বাতিল করে দেয় বম্ব কোর্ট। এই সার্কুলার জারি করার পর্যাপ্ত কোনও কারণ নেই বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

910

সঙ্গে জানিয়েছে, অভিনেত্রী এবং তার পরিবারের সমাজে নামডাক আছে। এবং তারা প্রত্যেকেই তদন্তে সহযোগিতা করেছেন।

1010

এদিকে সুশান্ত সিং রাজপুতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছে সে।

click me!

Recommended Stories