ভারতে Password Sharing বন্ধ করে দিল নেটফ্লিক্স, বড় সিদ্ধান্ত সংস্থার পক্ষ থেকে

প্রতিটি অ্যাকাউন্ট শুধু মাত্র একজন করেই ব্যবহার করতে পারবেন। আজ থেকে নেটফ্লিক্সের পক্ষ থেকে ইমেল পাঠানো হবে। সেই সকল ব্যক্তিদের কাছে মেল যাবে, যারা পাসওয়ার্ড শেয়ার করে থাকেন।

সদ্য এক বড় সিদ্ধান্ত নিল নেটফ্লিক্স। এই ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে সদ্য এক বিজ্ঞপ্তি জানালেন। এবার থেকে Password Sharing বন্ধ করে দেওয়া হল নেটফ্লিক্সের পক্ষ থেকে। জানা গিয়েছে, এখন থেকে ভারতে আর পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। প্রতিটি অ্যাকাউন্ট শুধু মাত্র একজন করেই ব্যবহার করতে পারবেন। আজ থেকে নেটফ্লিক্সের পক্ষ থেকে ইমেল পাঠানো হবে। সেই সকল ব্যক্তিদের কাছে মেল যাবে, যারা পাসওয়ার্ড শেয়ার করে থাকেন।

নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট একটি পরিবারের দ্বারা ব্যবহার করার জন্য। সেই পরিবারের যতই সদস্য থাকুক না কেন। তারা সকলেই একটি ডিভাইস দ্বারা তা অ্যাকসেস করে তা ব্যবহার করতে পারেন। কিন্তু, এবার থেকে একটি অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে না।

Latest Videos

জানা গিয়েছে, স্ট্রিমিং অ্যাপটি বছরের শেষার্ধে আয় বাড়ানোর জন্য ভারত, ইন্দোনেশিয়া, ক্রোয়েশিয়া ও কেনিয়ার মতো দেশে পাসওয়ার্ড শেয়ার করার পদ্ধতি বন্ধ করে দেওয়া হল। তেমনই নেটফ্লিক্সের পক্ষ থেকে শেয়ার হোল্ডারদের চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, তারা যেন ‘extra members’ অপশনটি বেছে না নেন। এতে কোম্পানির অতিরিক্ত জটিলতা তৈরি হবে।

তেমনই মে মাসের শুরুতে, নেটফ্লিক্স মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিলিয়া, সিঙ্গাপুর, মেক্সিকো ও ব্রাজিলের মতো ১০০ টিরও বেশি দেশে পাসওয়ার্ড শেয়ার -র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবার ভারতে নেটফ্লিক্স ব্যবহারকারীদের ওপর পাসওয়ার্ড শেয়ার বিষয় নিষেধাজ্ঞা জারি করা হল।

এদিকে চলতি মাসে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ এল নেটফ্লিক্সে। দ্য লিঙ্ক লইয়ার সিজিন ২ শুরু হয়েছে ৬ জুলাই থেকে। দ্য আউট লস দেখা যাচ্ছে। যা এক যুবক ব্যাঙ্ক ম্যানেজার, ওয়েন ব্রাউনিং-কে নিয়ে। যে তাঁর প্রেমিকাকে বিয়ে করতে চান। তবে, তাদের জীবনে আসে এক নতুন মোড়। কুখ্যাত দলের নজরে পড়েন। জটিলতা থেকে কীভাবে মুক্তি পাবেন তা নিয়ে সিরিজটি। তেমনই চলছে, দ্য পোপস এক্সরসিস্ট, নাইন্টিন টু টোয়েন্টি। চলছে সোনিক প্রাইম। বার্ড বক্স বার্সেলোনা স্ট্রিমিং শুরু হয়েছে ১৪ জুলাই থেকে। এমনই এক বড় সিদ্ধান্ত নেওয়া হল নেটফ্লিক্সের পক্ষ থেকে। এবার থেকে একটি অ্যাকাউন্ট একাধিক সদস্য ব্যবহার করতে পারেন না। এবার থেকে ভারতে শুরু হল এই নয়া নিয়ম।

 

আরও পড়ুন

ঈশিতা-বৎসলের পরিবারে এল নতুন সদস্য, পুত্র সন্তানের জন্ম দিলেন 'দৃশ্যম' খ্যাত ঈশিতা

Rubel Das: দুর্ঘটনার কবলে অভিনেতা রুবেল দাস, ভেঙে গিয়েছে দুটি গোড়ালিই

শোয়েব ইব্রাহিমের শুটিং সেটে চিতাবাঘের হানা! জেনে নিন কেমন রয়েছেন অভিনেতা

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral