হলুদ লেহেঙ্গায় লাস্যময়ী পলক, হলদি সেরেমনির ছবি ভাইরাল হতেই শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়

Published : Nov 05, 2022, 10:29 AM IST
palak muchhal

সংক্ষিপ্ত

রাজস্থানী ঐতিহ্যে আয়োজিত বিয়ের সাজ সজ্জা। প্রাক বিবাহের অনুষ্ঠানে রয়েছে হলুদের ছোঁয়া। মুখে একগাল হাসি ও লজ্জার আড়ালে হলুদ মেখে পোজ দিয়েছেন গায়িকা পলক মুছাল।

গরীবদের পেটে দুমুঠো ভাত জোগাতে সেই ছোট্ট থেকে গান গেয়ে টাকা উপার্জন করা আর গান গাইতে গাইতেই একদিন সঙ্গীত জগতের শিরোমণি হয়ে ওঠা। এতক্ষণে নিশ্চয় তার নাম জানতে কৌতুহল তৈরি হয়েছে আপনার মধ্যে। তিনিই সেই প্রখ্যাত মানবদরদী গায়িকা পলক মুছাল। মানব কল্যাণে নিয়োজিত গায়িকা পলকের জীবনে বেজেছে সানাই, হ্যাঁ চলতি বছরের ৬ নভেম্বর অর্থাৎ রবিবার সঙ্গীত সুরকার মিঠুন শর্মার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন পলক। বিয়ের মাত্র একদিন আগে থেকেই শুরু হয়েছে নানা তোড়জোড়, ইতিমধ্যে মুম্বাইয়ে দম্পতির প্রাক-বিবাহের উৎসব শুরু হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয় পলকের মেহেন্দি এবং হলদি অনুষ্ঠান যেখানে হলুদ লেহেঙ্গা পরে সকলের নজর কেড়েছেন তিনি। হলদি অনুষ্ঠানের একটি ছবি তার গায়ক-সুরকার ভাই পলাশ মুছাল এদিন তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

পলাশ মুছাল যে ছবি পোস্ট করেছেন, সেইসাথে পলক মুছাল তার অ্যাকাউন্ট থেকে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন। যেখানে সকলের থিম পোশাক ছিল হলুদ রঙের। গায়িকার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের বিয়ে এবং প্রাক বিবাহের সমস্ত অনুষ্ঠানের থিম 'রাজস্থানী' ঐতিহ্যে ঠিক করা হয়েছে।

 

 

পলক মুছাল, যিনি মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা, কাজের সূত্রে কিশোর বয়সেই মুম্বাই চলে আসেন। কিন্তু তার প্রাক বিবাহ অনুষ্ঠানগুলি মুম্বাইতে অনুষ্ঠিত হলেও বিয়ের অনুষ্ঠানটি তার আদি বাড়ি অর্থাৎ ইন্দোরে অনুষ্ঠিত হবে।

পলক মুছাল এবং মিঠুনের জন্য মেহেন্দি এবং হলদি অনুষ্ঠান শেষ হওয়ার পরে, তাদের সঙ্গীত অনুষ্ঠান শনিবার মুম্বাইয়ের শীর্ষস্থানীয় হোটেলগুলির একটিতে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। সঙ্গীতের এই অনুষ্ঠানে তাদের বন্ধু এবং সঙ্গীত শিল্পের সহকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মজার ব্যাপার হল, পলক এবং মিঠুনের কেরিয়ার সম্পর্কে কথা বলতে গেলে পলক মুছাল এবং মিঠুন দুজনেই একই ফিল্ম আশিকি ২-এর মাধ্যমে সঙ্গীত জগতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অভিনেতা আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির গানগুলি রয়েছে এখনও পর্যন্ত সুপারহিট। গানগুলিএতটাই দুর্দান্ত যে মিঠুন এর জন্য বেশ কিছু পুরস্কার ও জিতেছেন। এই ছবির পর মিঠুন ও পলক আরও কয়েকটি প্রজেক্টে কাজ করেন। 'এক থা টাইগার' এবং 'প্রেম রতন ধন পায়ো' যেখানে উভয় ছবিতেই মূল চরিত্রে রয়েছেন সলমন খান

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত