পরম সুন্দরীতে সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধলেন জাহ্নবী কাপুর, কেরলে শুটিং সাড়লেন অভিনেতা

Published : Feb 10, 2025, 06:04 PM IST
পরম সুন্দরীতে সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধলেন জাহ্নবী কাপুর, কেরলে শুটিং সাড়লেন অভিনেতা

সংক্ষিপ্ত

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার পরবর্তী ছবি পরম সুন্দরীর আপডেট এল প্রকাশ্যে।

বলিউডের জনপ্রিয় তরুণ তারকা সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে তার অভিনীত পরম সুন্দরী ছবিটির আপডেট প্রকাশিত হয়েছে। খবরে প্রকাশ, সিদ্ধার্থ মালহোত্রার পরম সুন্দরী সিনেমার শুটিং কেরলেও হয়েছে।

সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত পরম সুন্দরী ছবিটি পরিচালনা করেছেন তুষার জালোটা। জাহ্নবী কাপুর এই রোমান্টিক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। দিল্লিতে ও কেরালার পটভূমি তৈরি করা হয়েছে বলেও জানা গেছে। সিদ্ধার্থ মালহোত্র দিল্লির ছেলে হলেও নায়িকা একজন কেরালার শিল্পী। সাগর আম্ব্রে এবং পুষ্কর ওঝ পরিচালিত যোদ্ধ ছবিটি সিদ্ধার্থ মালহোত্রর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি।

ধর্ম প্রোডাকশনস ছবিটি প্রযোজনা করেছে এবং এএ ফিল্মস বিতরণ করেছে। ছবিটির দৈর্ঘ্য ১৩০ মিনিট। দিশা পাটানিও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। রোনিত রায় তনুজ, সানি হিন্দুজা, এস এম সহির, চিত্ররঞ্জন ত্রিপাঠী, ফরিদা পাটেল, মিখাইল ইয়াবালকর প্রমুখ অভিনয় করেছেন।

সাগর আম্ব্রে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। যোদ্ধ একটি অ্যাকশন থ্রিলার ছবি। সিদ্ধার্থ মালহোত্র অভিনীত এই ছবিটি তেমন সাফল্য পায়নি। অরুণ কাট্যাল চরিত্রে সিদ্ধার্থ মালহোত্র যোদ্ধ ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে সিদ্ধার্থ মালহোত্র বলিউডের শীর্ষ তরুণ তারকা হওয়ার চেষ্টা করছেন। এ জেন্টলম্যান ছবিতে একজন গায়কের চরিত্রেও তিনি অভিনয় করেছেন। জবরিয়া জোড়ি, শেরশাহ ছাড়াও থ্যাঙ্ক গড, এক ভিলেন, স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। সব মিলিয়ে চরম ব্যস্ততার মধ্যে কাটছে অভিনেতার সময়। সদ্য প্রকাশ্যে এল তার ছবির কথা। পরম সুন্দরী ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবীকে।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত