'পরিণীতা থেকে মর্দানি', ছক ভাঙা সাহসী নারীদের পর্দায় এঁকেছেন বাঙালি পরিচালক প্রদীপ সরকার

ফের নক্ষত্রপতন বলিউডে। আচমকাই প্রয়াত হলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। সাহসী নারীরাই জায়গা করে নিয়েছিলেন প্রদীপের ছবিতে। হাতে গোনা মাত্র কয়েকটা ছবির মধ্য দিয়েই তার উজ্জ্বল উপস্থিতি সকলের মণিকোঠায় আজীবন রয়ে যাবে।

Web Desk - ANB | Published : Mar 24, 2023 11:52 AM IST
17

নিভে গেল পরিণীতা-র প্রদীপ। আচমকাই প্রয়াত হলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না টিনসেল টাউনের। একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বরা একে একে চলে যাচ্ছেন ছেড়ে। মাত্র ৬৭ বছর বয়সেই চলে গেলেন মর্দানি খ্য়াত বলিউডের পরিচালক প্রদীপ সরকার।

27

বাঙালি পরিচালক হয়েও মুম্বইয়ের প্রথম সারিতেই নিজেকে রেখেছিলেন প্রদীপ সরকার। একাধিক হিট ছবি দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন প্রদীপ সরকার। হালফিলের বাঙালি দাপুটে পরিচালকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

37

বিজ্ঞাপন দিয়েই নিজের কর্মজীবন শুরু করেছিলেন প্রদীপ সরকার। একাধিক অ্যাড ফিল্মও পরিচালনা করেছেন তিনি। ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে পরিচালনার হাতেখড়ি হয় প্রদীপ সরকারের। একটু খুটিয়ে দেখলেই দেখা যাবে পরিচালকের সব ছবির কেন্দ্রবিন্দুতেই রয়েছেন নারীরা। শরৎচন্দ্রের লেখনি নির্ভর প্রথম ফিচার ফিল্ম পরিণীতা-র চরিত্রেও বলিষ্ঠ নারীই ছিল প্রধান উপজীব্য। এই ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু হয়েছিল বিদ্যা বালনের। শরৎচন্দ্রের রচনাকে চলচ্চিত্রে সফলভাবে ফুটিয়েছিলেন প্রদীপ সরকার।

47

বাঙালি পরিচালকের নিঁখুত উপস্থাপনা সকলের মন জিতে নিয়েছিল খুব তাড়াতাড়ি। তারপর ২০০৭ সালে ‘লাগা চুনরি মেঁ দাগ’ ছবিতে উঠে এসেছিল এর মহিলার জার্নি । পরিবারের জন্য পতিতাবৃত্তি করতে কুন্ঠাবোধ করেননি সেই সাহসী নারী। বিভাবরী থেকে নাতাশা হয়ে ওঠার গল্প নাড়িয়ে দিয়েছিল দর্শককে।

57

২০১৪ সালে ‘মর্দানি’ ছবিতে দ্বিতীয়বার রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রদীপ সরকার। তার পরিচালিত ছবি মর্দানি দিয়েই দীর্ঘ বছর পর কামব্যাক করেছিলেন রানি মুখোপাধ্যায়। দুঁদে পুলিশ অফিসার শিবানি শিবাজি রাও-এর চরিত্রে ফাঁটিয়ে অভিনয় করেছিলেন রানি। বক্স অফিসেও সুপারহিটের তকমা পেয়েছিস এই ছবি।

67

বাঙালি পরিচালক হয়েও মুম্বইয়ের প্রথম সারিতেই নিজেকে রেখেছিলেন প্রদীপ সরকার। একাধিক হিট ছবি দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন প্রদীপ সরকার। ২০১৮ সালে করা শেষ ছবি ‘হেলিকপ্টার ইলা’-তে নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছিলেন প্রদীপ সরকার। একা মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন কাজল। বক্স অফিসে ছবি সাফল্য না পেলেও আজকের জেনারেশনের মায়েরা রিলেট করতে পেরেছিল এই ছবির কাহিনি।

77

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতকে নিয়ে নটী বিনোদিনী-র হিন্দি বায়োপিক বানানোর কথাও চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। ২০২২ সালে ঘটা করে সেই ঘোষণাও করেছিলেন প্রদীপ সরকার। ছবির প্রি-প্রোডাকশনের কাজও চলছিল, কিন্তু শেষ কাজ সম্পূর্ণ আর হল না। তার আগেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন প্রদীপ সরকার। তবে হাতে গোনা কয়েক ছবির মধ্য দিয়েই তার উজ্জ্বল উপস্থিতি সকলের মণিকোঠায় আজীবন রয়ে যাবে। তারপরই হাতে গোনা ছবি করেই সুপারহিটের জায়গা দখল করে নিয়েছেন প্রদীপ সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos