বলিপাড়ায় সুখবর! মা হচ্ছেন পরিণীতি চোপড়া, জল্পনার অবসান ঘটিয়ে দিলেন সুখবর, কবে আসছে সন্তান?

Published : Aug 25, 2025, 12:56 PM IST
Raghav Chadha Parineeti Chopra

সংক্ষিপ্ত

বিয়ের দু'বছর পর মা হতে চলেছেন পরিণীতি চোপড়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন সুখবর।

বিয়ের দু বছরের মাথায় সুখবর দিলেন নায়িকা। কিছু দিন আগে কপিল শর্মার আভাস দিয়েছিলেন রাঘব চাড্ডা। তার কয়েক মাস যেতে না যেতেই দিলেন সুখবর। মাস কয়েক ধরেই গুঞ্জন শোনা গিয়েছিল। আগে যদিও নাকচ করেছিলেন পরিণীতি চোপড়া। এবার দিলেন সুখবর। জানালেন তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য।

অভিনেত্রী সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করেন। একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন। তার ওপর লেখা, এখ যোগ এক সমান সমান তিন। পাশাপাশি অভিনেত্রী লেখেন, আমার ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আম আদমি পার্টির সদস্য রাঘব চড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেছিলেন। সেখানেই হয়েছিল অনুষ্ঠান। সেই সময় পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়ে কেড়েছিল লাইম লাইট। বিয়ের আগে এনগেজমেন্ট থেকে ভেনু বুক- সব নিয়ে বারে বারে খবরে এসেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। এদিও এরপর থেকে নানান কারণে খবরে আসতে নায়িকা। তবে কাজ নিয়ে সেখাবে বলিউড লাইম লাইট কাড়তে দেখা যায়নি। মাঝে যদিও তাঁর প্রেগনেন্সির খবর রটেছিল। বিয়ের পর এক সময় কালো ঢিলেঢালা পোশাকে এক অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় নায়িকাকে। সে সময় রটেছিল সে অন্তঃসত্ত্বা। এই খবর ভাইরাল হওয়ার পর নায়িকা এক বিশেষ পোস্ট করেন। তিনি লিখেছিলেন, কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, আরামদায়ক পোশাক মানেই অন্তঃসত্ত্বা।

এই ঘটনার পর বেশিদিন পার হয়নি। এবার নিজেই জানালেন সুসংবাদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজের প্রেগনেন্সির কথা। তবে কবে তাদের পরিবারে নতুন সদস্য আসছে সে বিষয় জানা যায়নি। সদ্য সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর। তারপরই বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন সকলে। 

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত