প্রথমবার বেবি বাম্প দেখালেন পরিণীতি, প্রশংসায় পঞ্চমুখ ফ্যানেরা, রইল ছবি

Published : Sep 23, 2025, 04:01 PM IST
actress parineeti chopra and aap raghav chadha are engaged bsm

সংক্ষিপ্ত

অভিনেত্রী পরিণীতি চোপড়া আট মাস পর তাঁর ইউটিউব চ্যানেলে ফিরে এসেছেন। নতুন ভিডিওতে তিনি তাঁর বেবি বাম্প দেখিয়েছেন এবং চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। 

বলিউডের জনপ্রিয় কাপল পরিণীতি চোপড়া আর তাঁর স্বামী রাঘব চাড্ডা খুব তাড়াতাড়ি বাবা-মা হতে চলেছেন। এর মধ্যেই পরিণীতি ৮ মাস পর ইউটিউব চ্যানেলে কামব্যাক করেছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে এখন তিনি এই চ্যানেলে কী কী করতে চলেছেন। এই ভিডিওতে তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা গেছে।

পরিণীতি চোপড়ার নতুন ভ্লগে বিশেষ কী আছে?

ভিডিওতে পরিণীতিকে একটি সাদা টি-শার্ট এবং ফ্লোরাল প্রিন্টের পোশাকে দেখা গেছে। ভিডিওর শুরুতে তিনি তাঁর বেবি বাম্প দেখিয়ে ফ্রেমে আসেন। এরপর তাঁকে তাঁর ইউটিউব জার্নি নিয়ে ভাবতে দেখা যায়। এই সময়ে তিনি স্বীকার করেন যে শুরুতে তিনি বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন বা কীভাবে শুরু করবেন। বেশ মজার ছলে তিনি বলেন যে তিনি তাঁর রোজকার কাজ ভ্লগে শেয়ার করতে পারবেন না, বা ভিডিওর জন্য রান্নাও শুরু করতে পারবেন না কারণ তিনি শুধু ব্ল্যাক কফি বানাতে জানেন। পরিণীতি এও জানান যে তিনি তাঁর চ্যানেলে পডকাস্ট বা রিঅ্যাকশন ভিডিও বানাতেও পারেন না। তবে, শেষে তিনি কথা দেন যে তিনি তাঁর চ্যানেলে নিয়মিত ভিডিও পোস্ট করবেন এবং ভিডিওর মাধ্যমে তাঁর জীবনের অনেক না দেখা জিনিস দেখাবেন। এই ভিডিও দেখার পর সকলে পরিণীতির প্রশংসা করছেন। অনেকেই বলছেন যে তাঁর মুখে প্রেগন্যান্সির গ্লো স্পষ্ট দেখা যাচ্ছে। আবার কিছু লোকের নজর তাঁর পেটের দিকেই আটকে গেছে।

পরিণীতি চোপড়া কীভাবে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন

কিছুদিন আগে পরিণীতি আর রাঘব ইনস্টাগ্রামে ঘোষণা করেছিলেন যে তাঁরা তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। তাঁরা পোস্ট শেয়ার করে লিখেছিলেন, 'আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আপনাদের আশীর্বাদ চাই।' তাঁদের এই পোস্ট দেখে সবাই তাঁদের খুব শুভেচ্ছা জানিয়েছিলেন। পরিণীতি আর রাঘবের এনগেজমেন্ট হয়েছিল ২০২৩ সালের মে মাসে নতুন দিল্লির কাপুরথালা হাউসে। তারপর ওই বছরই সেপ্টেম্বরে তাঁরা রাজস্থানের উদয়পুরের দ্য লীলা প্যালেসে বিয়ে করেন। রাঘব আগস্ট মাসে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁরা খুব তাড়াতাড়ি বাবা-মা হওয়ার প্ল্যান করছেন এবং শীঘ্রই সবাইকে সুখবর দেবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা