'পাঠান' দেখে উঠতে পারেননি এখনও, এবার বিনামূল্যে দেখে নিন শাহরুখের ব্লকব্লাস্টার ছবি

Published : Mar 03, 2023, 01:35 PM IST
Deepika Padukone On Pathaan Controversy

সংক্ষিপ্ত

সপ্তাহের শেষে দর্শকদের জন্য দারুণ অফার নিয়ে এসেছেন নিমার্তারা। চলতি মাসের ৩ থেকে ৫ মার্চের মধ্যে আপনি যদি পাঠান ছবির টিকিট কাটেন তাহলে আপনি আরও একটি টিকিট বিনামূল্যে পেয়ে যাবেন। মানে এক টিকিটেই দুজনে মিলে দেখে নিতে পারবেন শাহরুখের ব্লকব্লাস্টার ছবি।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে বড়সড় টেক্কা দিলেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবি নিয়ে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ছয় সপ্তাহের মধ্যে এটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি। এবার সপ্তাহের শেষে দর্শকদের জন্য দারুণ অফার নিয়ে এসেছেন নিমার্তারা।

জানা গিয়েছে, চলতি মাসের ৩ থেকে ৫ মার্চের মধ্যে আপনি যদি পাঠান ছবির টিকিট কাটেন তাহলে আপনি আরও একটি টিকিট বিনামূল্যে পেয়ে যাবেন। মানে একটা টিকিট কাটলে আরেকটি টিকিট সম্পূর্ণ ফ্রি-তে পেয়ে যাবেন। এবং এক টিকিটেই দুজনে মিলে দেখে নিতে পারবেন শাহরুখের ব্লকব্লাস্টার ছবি। তবে এর জন্য পাঠান কোড ব্যবহার করতে হবে। এর আগেও গত ১৭ ফেব্রুয়ারি মাল্টিপ্লেক্সের মতো সিনেমাহলে পাঠান ছবির টিকিটের দাম মাত্র ১১০ টাকা করে রাখা হয়েছিল। যশরাজ ফিল্মসের সোশ্যাল হ্যান্ডেলে পাঠানের পোস্টারের উপর বড় বড় করে লেখা ছিল,এই শুক্রবার পাঠান দিবস। সঙ্গে ক্যাপশনে লেখা পাঠান দিবসে আসছে। । এই শুক্রবার আমাদের সঙ্গে উদযাপন করুন। গোটা ভারতজুড়ে ১১০ টাকায় বুক করে নিন পাঠান-এর টিকিট। আর আপনার পছন্দের মাল্টিপ্লেক্স পিভিআর, আইনক্স, সিনেপলিস, আইম্যাক্স-এ দেখে নিন শাহরুখের ছবি। এবার ও পছন্দের মাল্টিপ্লেক্স একটা টিকিট কেটেই প্রিয়জনের সঙ্গে দেখে নিন এই সিনেমা।

 

 

ছবি মুক্তির পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে 'পাঠান'ছবির আয়। একেই বলে বৃহস্পতি তুঙ্গে। বক্স অফিসে যা ব্যবসা করছে তা অনেক ছবির ওপেনিং ডে-রও কালেকশন হয় না। শনিবারের হোক বা রবিবার স্পাই ছবির কালেকশন চোখে পড়ার মতো। চুটিয়ে ব্যবসা করছে শাহরুখ-দীপিকার ছবি। 'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ,পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য