ইউপির প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভমেলায় ত্রিবেণী সঙ্গমে দেশ-বিদেশের অগণিত মানুষ পবিত্র স্নান করছেন। এই স্নানে সকল পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করেন ভক্তরা।
সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাও এই পুণ্যস্নানে অংশ নিচ্ছেন। বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী, পরিচালক কবির খান, অভিনেতা সুনীল গ্রোভার, নৃত্যপরিচালক রেমো ডি’সুজা, মারাঠি পরিচালক প্রবীণ তর্দে প্রমুখ প্রয়াগরাজে পবিত্র স্নান করেছেন। সম্প্রতি বিতর্কিত বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডেও এই তালিকায় যোগ দিয়েছেন।