সত্যিই কি বিয়ে করছেন না কৃতী স্যানন আর প্রভাস? সমালোচকের ‘উড়ো’ খবরে রে রে করে তেড়ে এলেন নেটিজেনরা

চলচ্চিত্র সমালোচক আচমকাই একটি টুইট করে বসেন যে, আগামী সপ্তাহে মালদ্বীপে বিয়ে করছেন প্রভাস এবং কৃতী স্যানন। prabhas and kriti sanon news today live netizens slams fake tweet of film critic umair sandhu

ভালোবাসার সপ্তাহে বলি পাড়ায় গুঞ্জনের মধুমাস। একদিকে যেমন সিড-কিয়ারার বিয়ের আনন্দ, অন্যদিকে রাখি সাওয়ান্তের ভাঙা বিয়ের হাহুতাশ। ‘পাঠান’ ঝড়ের মধ্যেই দাপট দেখাচ্ছে রিয়েল দুনিয়ার গ্ল্যামার। তেমনই এক ঝাঁ চকচকে আকর্ষণীয় খবর হল সুঠাম চেহারার প্রভাস এবং সুন্দরী মোহময়ী কৃতি স্যাননের প্রেম। 'আদিপুরুষ'-এ প্রধান চরিত্র থেকে কখন যে ডুবে ডুবে তাঁরা ঘনিষ্ঠতায় পৌঁছে গিয়েছেন, তা জানতে পারেননি কেউই। কিন্তু, বাধ সাধল এক উড়ো খবরের আবির্ভাব। কী সেই খবর?

সোশ্যাল মিডিয়ায় ‘ব্রেকিং নিউজ’ বলে ট্যাগলাইন দিয়ে দুই জুটির বিয়ের খবর পাকা বলে ঘোষণা করে দিলেন এক সাংবাদিক। সোমবার, একজন বিতর্কিত চলচ্চিত্র সমালোচক আচমকাই একটি টুইট করে বসেন, যেটিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, প্রভাস এবং কৃতী স্যানন একটি সম্পর্কের মধ্যে রয়েছেন এবং তাঁরা আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান করতে যাচ্ছেন। তাই তিনি তাদের জন্য খুব খুশি।

Latest Videos

এই চাঞ্চল্যকর টুইটটি ইন্টারনেটে ভাইরাল হতেই চারিদিক থেকে রে রে করে তেড়ে আসেন নেটিজেনরা। অবিশ্বস্ত দাবির জন্য চলচ্চিত্র সমালোচক উমের সান্ধুকে ব্যাপক তিরস্কার করা হয়। বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ‘সস্তা মন্তব্য’ করে তিনি পরিচিতি লাভের চেষ্টা করছেন বলেও ক্ষিপ্ত হয়ে যান অনেকে। অনেকে আবার এই ধরনে ভুয়ো খবর ছড়ানোর চালচলনটি পরিবর্তন করে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁর টুইটের উত্তরে।


 

বলা বাহুল্য, করণ জোহরের চ্যাট শোতে কৃতী শ্যানন এবং প্রভাসের প্রেমের সম্পর্কের বিষয়ে একটি পরোক্ষ ইঙ্গিত দিয়েছিলেন বলি অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি বলেছিলেন, ‘কৃতীর হৃদয়ে যাঁর নাম রয়েছে, তিনি এখন দীপিকার সাথে শুটিং করছেন।’ বোঝা যায়, 'প্রজেক্ট কে'-এর শুটিংয়ে বর্তমানে মুম্বইতে ব্যস্ত রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং প্রভাস। অর্থাৎ, কৃতীর সাথে তাঁর সম্পর্কে আলগা শিলমোহর পড়লেও ডেটিং-এর রসায়ন একেবারে বিয়ে অবদি পৌঁছে গেছে কিনা, তা অবশ্য তাঁরাই স্বীকার করবেন।

আরও পড়ুন-

জমি বিতর্কে এবার কড়া হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতী কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ

কলকাতার আশেপাশে অল্প সময়ের মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? দেখে নিন লোধা-শবর-কুড়মিদের 'খোয়াব গাঁ'
আমেরিকার পর এবার কানাডাতেও নজরদারি চিনের? রহস্যময় বস্তুটিকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিলেন জাস্টিন ট্রুডো

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury