চলছে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠান। উদ্বোধনের দিন গিগি হাদিদ, টম হল্যান্ড, জেন্ডায়া, সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের মতো তারকারা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে নানান ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।