মেয়ে মালতীকে দেখে আঁতকে উঠেছিলেন প্রিয়ঙ্কা, বাঁচবে কিনা তাও জানতেন না দেশি গার্ল

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। জন্মের সময়ের প্রায় ৩ মাস আগে কন্যা সন্তানের জন্ম হয়েছে প্রিয়ঙ্কার। মেয়ে হওয়ার পর তাকে বাঁচানো যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল, কঠিন দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া।

 

Web Desk - ANB | Published : Jan 21, 2023 5:13 PM IST
19

২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তারপর থেকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি প্রিয়ঙ্কাকে। কেরিয়ার,শরীর নষ্টের ভয়ে নাকি নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়ঙ্কা,শুনতে হয়েছিল এমন কথাও। দিনকয়েক আগেই সারোগেসি নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া।

29

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। জন্মের সময়ের প্রায় ৩ মাস আগে  কন্যা সন্তানের জন্ম হয়েছে প্রিয়ঙ্কার। মেয়ে হওয়ার পর তাকে বাঁচানো যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল, কঠিন দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া।

39

জন্মের পর প্রায় ১০০ দিন পর্যন্ত প্রিয়ঙ্কার একরত্তিকে হাসপাতালেই রাখা হয়েছিল।  জন্মের ১২ সপ্তাহ আগেই মেয়ের জন্ম দিয়েছিলেন প্রিয়ঙ্কা। যার ফলেই জটিলতা দেখা দিয়েছিল। এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

49

বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার পর থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে।

59

কেরিয়ার,শরীর নষ্টের ভয়ে নাকি নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়ঙ্কা,শুনতে হয়েছিল এমন কথাও। আউটসোর্সিং থেকে রেডিমেড বাচ্চা, মেয়ে মালতীকে নিয়ে এমন নোংরা কটাক্ষের মুখে পড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। 

69

প্রিয়ঙ্কা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে মেয়ে জন্মের পর যখন কটুক্তি শুনতে হয়েছ তখন ডাক্তাররা ওর ধমনী খুঁজে চলেছেন। ছোট্ট হাত দুটো ধরে আমি তখনই সিদ্ধান্ত নিই যা হোক মালতিকে নিয়ে গসিপ হতে দেব না। 

79

সাক্ষাৎকারে  প্রিয়ঙ্কা  আরও জানিয়েছেন, ঠিক কী কারণে প্রিয়ঙ্কা ও তার স্বামী নিক জোনাস সারোগেসির সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রী বলেন, আমার কিছু শারীরিক সমস্যা ছিল যেই কারণেই সারোগেসির সিদ্ধান্ত নিয়েছিলাম।

89

প্রিয়ঙ্কা আরও বলেন, এটা খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ, আর আমিও এমন পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব। নিজের সারোগেটকে নিয়েও মুখ খোলেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা এও বলেন আমি আমার বা মেয়ের মেডিকেল কোনও হিস্ট্রি জনসমক্ষে আনতে চাই না , তার মানে এটাও নয় যে সবার যা তা বলার অধিকার রয়েছে। লোকেরা তো আমাকে বলছেই কিন্তু আমাকে মেয়েকে নিয়ে কেউ কিছু বললে সেটা সহ্য করতে পারি না। তাই ওকে এসব গসিপ থেকে দূরে রাখাই ভাল।

99

সম্প্রতি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ম্যাগাজিনের কভার শ্যুট করলেন প্রিয়ঙ্কা চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের নতুন মাম্মা। ঠিক যেন লালপরী। লাল টুকটুকে ড্রেস পরে মা ও মেয়ে পোজ দিয়েছেন ছবিতে। মেয়েক বুকের সামনে আগলে ধরে ফোটোশ্যুট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ভোগ ম্যাগাজিনের জন্য মেয়ে মালতীকে নিয়ে ফোটোশ্যুট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। খোলা চুলে লাস্যময়ীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos