মুক্তির আগেই গড়ল রেকর্ড, টিকিটের দাম উঠল ১৮০০ টাকা, পুষ্পা ২ নিয়ে উত্তেজনা চরমে

Published : Dec 01, 2024, 03:09 PM IST
pushpa 2 high tickets priced

সংক্ষিপ্ত

পুষ্পা ২ মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর। দিল্লি, মুম্বই-সহ বিভিন্ন শহরে শুরু হয়েছে অগ্রিম বুকিং। তেলেঙ্গানা সরকার ছবির জন্য বিশেষ শো-এর অনুমতি দিয়েছে।

পুষ্পা ২ প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ের মতো শহরে অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে, হায়দরাবাদ ছবির প্রধান বাজার বলে মনে করছেন অনেকে। পাশাপাশি চেন্নাই ও কোচিতেও ভালো ব্যবসা হবে বলে জানা গিয়েছে।

দিল্লিতে টিকিরে দাম ১৮০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। মুম্বই ও বেঙ্গালুরুতে সর্বোচ্চ টিকিটের মূল্য যথাক্রমে ১৬০০ টাকা ও ১০০০ টাকা।

তেলেঙ্গনা সরকার ৪ ডিসেম্বর মুক্তির একদিন আগে ছবিটির একটি স্ক্রিনিং অনুমোদন করেছে। এই বিশেষ শো সিঙ্গেল স্ক্রিন থিয়েটার এবং মাল্টিপ্লেক্স উভয় দেখা যাবে। রাত ৯.৩০-এ শুরু হবে শো। থিয়েটার মালিকদের ৪ ডিসেম্বরের বিশেষ শোয়ের জন্য টিকিটের দাম ৮০০ টাকা পর্যন্ত বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

ছবি মুক্তির দিন তেলেঙ্গানা সরকার অতিরিক্ত দুটি শোয়ের অনুমতি দিয়েছে। যথাক্রমে রাত ১টা এবং ভোর ৪টেতে। নিয়মিত পাঁচটি শো ছাড়াও এগুলো হবে। অতিরিক্ত শোয়ের জন্য সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলো ৮ ডিসেম্বর পর্যন্ত টিকিটের দাম ১৫০ টাকা পর্যন্ত বাড়াতে পারবে বলে খবর।

সব মিলিয়ে সর্বত্র টান টান উত্তেজনা। আসছে পুস্পা ২। এর আগে পুষ্পা ছবিটি ধামাকা করেছিল বক্স অফিসে। দক্ষিণী ইন্ডাস্ট্রি তো বটেই সারা বিশ্ব জুড়ে আয় করেছিল ছবিটি। ছবির সাফল্য গড়েছিল রেকর্ড। এবার তেমনই চমকের আশায় দিন গুনছেন আল্লু অর্জুন ভক্তরা। প্রকাশ্যে আসা টিজার থেকে ছবির ঝলক সবই নজর কেড়েছে সকলের। তাই আশা করা যাচ্ছে ছবিতে থাকবে চমক। আর কদিনের মধ্যে বক্স অফিসে আসছে পুষ্পা ২।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?