দ্বিতীয় দিনে কত আয় করল পুষ্প ২? রইল ছবির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনের হদিশ

ভারতীয় সিনেমায় এই বছর সবচেয়ে অধীর আগ্রহে প্রতীক্ষিত ছবি

সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি প্রি-রিলিজ হাইপ নিয়ে আসা ছবি হল পুষ্প ২। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্প: দ্য রাইজ-এর সিক্যুয়েল হওয়ায় এই হাইপের কারণ। এই হাইপ সম্পূর্ণরূপে বুঝে মার্কেটিং এবং মুক্তি দিয়েছেন প্রযোজক মাইথ্রি মুভি মেকারস এবং সুকুমার রাইটিংস। তেলেগু রাজ্যগুলিতে বৃহস্পতিবার ভোর ১ টায় প্রথম শো শুরু হলেও কেরালা সহ অন্যান্য জায়গায় ভোর ৪ টায় প্রথম শো শুরু হয়। বিশ্বব্যাপী ১২০০০ স্ক্রিনে ছবিটি মুক্তি পেয়েছে। এখন ছবির বিশ্বব্যাপী ওপেনিং কালেকশন প্রকাশ করেছেন প্রযোজকরা।

ছবির হিন্দি সংস্করণ ভারতে কত আয় করেছে তার তথ্য আগেই প্রকাশ করেছিলেন প্রযোজকরা। ৭২ কোটি টাকা। এটি একটি হিন্দি ছবির ভারতে সর্বকালের সর্বোচ্চ ওপেনিং। এখন ঘোষিত বিশ্বব্যাপী ওপেনিং ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ।

Latest Videos

প্রযোজক মাইথ্রি মুভি মেকারস জানিয়েছেন, ছবিটি প্রথম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ২৯৪ কোটি টাকা আয় করেছে। ২০২২ সাল থেকে এই স্থানে থাকা এস এস রাজামৌলির ছবি আরআরআর-কে পেছনে ফেলে পুষ্প ২ এই রেকর্ড গড়েছে। আরআরআর-এর বিশ্বব্যাপী ওপেনিং ছিল ২২৩.৫ কোটি। রাজামৌলিরই বাহুবলী দ্য কনক্লুশন ওপেনিংয়ে পরবর্তী স্থানে। ছবির বিশ্বব্যাপী ওপেনিং ২১৪.৫ কোটি।

এদিকে পুষ্প ২ দ্য রাইজ ছবির স্ক্রিনিং দেখতে গিয়ে হায়দরাবাদে প্রয়াত হলেন এক মহিলা। সঙ্গে আহত হলেন এক নয় বছরের ছেলে। এই খবর এসেছে প্রকাশ্যে। হায়দরাবাদে ঘটে এমন ঘটনা। এই ছবিতে দেখা যাবে ছবির প্রধান চরিত্রে আল্লু অর্জুন। আছেন রশ্মিকা মান্দানা। শুধু তেলেগু দর্শকই নয় সমগ্র দেশের দর্শকেরা অপেক্ষায় ছিলেন এই ছবির। ফাহাদ ফাসিল, জগপতি বাবু, সুনীল, রাও রমেশ, অনুসূয়াকে দেখা গিয়েছে ছবিতে। মৈত্রী মুভি মেকারস প্রযোজিত এই ছবি।  

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল