হঠাৎ বেবি বাম্প নিয়ে হাজির রাধিকা আপ্তে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি, সত্যিই কি মা হচ্ছেন অভিনেত্রী?

Published : Oct 17, 2024, 04:49 PM ISTUpdated : Oct 17, 2024, 04:50 PM IST
Radhika

সংক্ষিপ্ত

হঠাৎ বেবি বাম্প নিয়ে হাজির রাধিকা আপ্তে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি, সত্যিই কি মা হচ্ছেন অভিনেত্রী?

সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে একেবারে বেবি বাম্প নিয়ে হাজির রাধিকা আপ্তে। অভিনেত্রীর বেবি বাম্প দেখে একেবারে হতবম্ব তাঁর অনুরাগীরা। এই ছবি নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন রাধিকা। কিন্তু একেবারেই নিজের গর্ভাবস্থার কোনও উল্লেখ করেননি অভিনেত্রী। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার #lff2024'

এই রেড কার্পেটে অভিনেত্রীর সঙ্গে অন্যান্য কলাকুশলীর ছবিও ধরা পড়েছে। তবে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে রাধিকার মাতৃকালীন এই ছবি। যেখানে ভরা গর্ভাবস্থায় কালো পোশাকে সবার নজর কেড়েছেন রাধিকা।

পরণে কালো অফ শোল্ডার জামা আর মাথায় খোপা। মুখে সামান্য মেকআপ আর তাতেই যেন অপরূপা হবু মা। এই ছবি শেয়ার হতেই অভিনন্দনের বার্তা ছড়িয়ে গিয়েছে সমাজ মাধ্যমের পাতায়।

প্রসঙ্গত ২০১২ সালে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরকে বিবাহ করেন রাধিকা। বিবাহের প্রায় ১২ বছর পরে মা হতে চলেছেন তিনি। তবে এই দম্পতির দু'জনেরই তুমুল জনপ্রিয়তা থাকা সত্বেও ব্যক্তিগত জীবন একেবারেই প্রকাশ্যে আসতে দেন না তাঁরা।

 

 

২০১১ সালে একটি কন্টেম্পোরারি ড্যান্স শেখার জন্য লন্ডনে গিয়েছিলেন রাধিকা। সেখানেই বেন্টিঙ্কের সঙ্গে আলাপ হয় তাঁর। তারপরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও