হঠাৎ বেবি বাম্প নিয়ে হাজির রাধিকা আপ্তে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি, সত্যিই কি মা হচ্ছেন অভিনেত্রী?

হঠাৎ বেবি বাম্প নিয়ে হাজির রাধিকা আপ্তে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি, সত্যিই কি মা হচ্ছেন অভিনেত্রী?

সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে একেবারে বেবি বাম্প নিয়ে হাজির রাধিকা আপ্তে। অভিনেত্রীর বেবি বাম্প দেখে একেবারে হতবম্ব তাঁর অনুরাগীরা। এই ছবি নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন রাধিকা। কিন্তু একেবারেই নিজের গর্ভাবস্থার কোনও উল্লেখ করেননি অভিনেত্রী। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার #lff2024'

এই রেড কার্পেটে অভিনেত্রীর সঙ্গে অন্যান্য কলাকুশলীর ছবিও ধরা পড়েছে। তবে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে রাধিকার মাতৃকালীন এই ছবি। যেখানে ভরা গর্ভাবস্থায় কালো পোশাকে সবার নজর কেড়েছেন রাধিকা।

Latest Videos

পরণে কালো অফ শোল্ডার জামা আর মাথায় খোপা। মুখে সামান্য মেকআপ আর তাতেই যেন অপরূপা হবু মা। এই ছবি শেয়ার হতেই অভিনন্দনের বার্তা ছড়িয়ে গিয়েছে সমাজ মাধ্যমের পাতায়।

প্রসঙ্গত ২০১২ সালে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরকে বিবাহ করেন রাধিকা। বিবাহের প্রায় ১২ বছর পরে মা হতে চলেছেন তিনি। তবে এই দম্পতির দু'জনেরই তুমুল জনপ্রিয়তা থাকা সত্বেও ব্যক্তিগত জীবন একেবারেই প্রকাশ্যে আসতে দেন না তাঁরা।

 

 

২০১১ সালে একটি কন্টেম্পোরারি ড্যান্স শেখার জন্য লন্ডনে গিয়েছিলেন রাধিকা। সেখানেই বেন্টিঙ্কের সঙ্গে আলাপ হয় তাঁর। তারপরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari