Raid 2 : অজয় দেবগনের 'রেড ২' প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র ৮ দিনেই এটি ২০২৫ সালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি হয়ে উঠেছে। মাত্র তিনটি ছবি এখনও একে টপকাতে পারেনি। জেনে নিন ছবির সর্বশেষ বক্স অফিস কালেকশন...
এটি 'ছাওয়া', 'স্কাই ফোর্স' এবং 'সিকান্দার' ছাড়া বাকি সব ছবিকে পেছনে ফেলেছে।
58
'ছাওয়া' ৬০০+ কোটি আয় করে ২০২৫ এর সর্বোচ্চ আয়কারী ছবি।
68
'স্কাই ফোর্স' ১৩১.৪৪ কোটি এবং 'সিকান্দার' ১০৩.৪৫ কোটি টাকা আয় করেছে।
78
আশা করা হচ্ছে, 'রেড ২' দ্বিতীয় সপ্তাহে 'সিকান্দার' এবং 'স্কাই ফোর্স'-কে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হবে।
88
সব মিলিয়ে চমকপ্রদ আয় করল রেড ২ ছবিটি। যা ইতিমধ্যে গড়েছে রেকর্ড।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।