Bollywood News: মেকআপ ছাড়া কেমন দেখতে স্টার কিডদের? দেখুন এক ঝলকে...

Published : May 08, 2025, 06:32 PM IST

Bollywood News: বলিউড স্টার কিডদের মেকআপ ছাড়া দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।  আপনি চিনতে পারবেন এই মুখগুলো? দেখুন ফটো গ্য়ালারীতে…                      

PREV
17
সুহানা খান

শাহরুখ খানের মেয়ে সুহানা খান মেকআপ ছাড়া অনেকটা অন্যরকম দেখায়। শুধু তাই নয়, সুপারস্টার বাবা শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করে সুহানা খান ২০২৩ সালে দ্য আর্চিস ছবির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি। 

27
নাইসা দেবগন

অজয় দেবগন এবং কাজলের মেয়ে নাইসা দেবগন। তাকে মেকআপ ছাড়া চেনা বেশ কঠিন। তবে অজয় দেবগণ ও কাজলের মেয়ে নিসার সমাজমাধ্যমে জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। পার্টি করতে বড্ড ভালবাসেন নিসা।

37
খুশি কাপুর

শ্রীদেবী এবং বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের নো মেকআপ লুক দেখে সবাই অবাক। যদিও প্লাস্টিক সার্জারির সহায়তা নিয়েছেন খুশি কাপুর। নিজেকে তথাকথিত সুন্দরী করতে তুলতে সাহায্য নিয়েছেন ছুরি-কাঁচির। তা নিয়ে ট্রোলের বন্যা বহমান! যদিও এই সার্জারির কথা নিজেই স্বীকার করে নিয়েছেন খুশি কাপুর। 

47
সারা আলি খান

সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান আগে অনেক মোটা ছিলেন। এটি তার রূপান্তরের ছবি। তবে লুকের জন্য নয়, খোলামেলা পোশাক পরে মাঝে মধ্যেই বিতর্কে  পড়েন সারা আলি খান। শুধু তাই নয়,  মুসলিম ধর্মের হয়ে হিন্দু মন্দিরে ঘুরতে যাওয়া নিয়েও কম বিতর্কের মুখে পড়তে  হয়নি সারাকে। 

57
অনন্যা পাণ্ডে

এই ছবিতে অনন্যা পাণ্ডে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে। যদিও মেকআপ লুকেই সব সময় নিজেকে পরিপাটি ছিমছাম রাখতে পছন্দ করেন বি-টাউনের এই অভিনেত্রী। 

67
শানায়া কাপুর

সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর মেকআপের পর অনেক বদলে গিয়েছেন। দেখুন মেকআপ ছাড়া কেমন লাগছে  এই অভিনেত্রীকে। 

77
জাহ্নবী কাপুর

শ্রীদেবী এবং বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুরের নো মেকআপ লুক দেখে সবাই অবাক। তবে ছিমছাম হোক কিংবা গর্জিয়াস যে কোনও লুকেই তাঁকে দেখতে অসাধারণ লাগে। 

click me!

Recommended Stories