আলাদা থেকেও রাজেশকে নিয়ে কটুক্তি করতে নারাজ ছিলেন ডিম্পল, সুপারস্টারের প্রেমকাহিনি যেন সিনেমার গল্প

বলিউড 'সুপারস্টার'রাজেশ খান্নার আজ জন্মদিন। ডিম্বল কাপাডিয়াকে বিয়ে করে সুখে সংসারের স্বপ্ন দেখেছিলেন রাজেশ। ১৯৮৪ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। একজন আরেকজনের থেকে সরে গেলেও নিজেকে কখনও রাজেশের থেকে আলাদা ভাবতে পারেননি ডিম্পল।

 

Web Desk - ANB | Published : Dec 29, 2022 10:33 AM
19


একদম ছোট বয়সেই বলি সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে গাটছড়া বাঁধেন ডিম্পল। কেন ছিল তাদের সম্পর্কের রসায়ন।  সুপারস্টার রাজেশ খান্নার বিরুদ্ধে কোনওদিনও কোন কটূশব্দ করতে শোনা যায়নি ডিম্পল কাপাডিয়াকে।

29

বলিউড 'সুপারস্টার'রাজেশ খান্নার আজ জন্মদিন। তিনিই প্রথম অভিনেতা, যিনি কিনি 'সুপারস্টার'-তকমা পেয়েছিলেন। দীর্ঘদিনের কেরিয়ারের একের পর এক সুপারহিট সিনেমাও রয়েছে অভিনেতার ঝুলিতে।  

39

বলিউডের 'সেক্স সিম্বল' ডিম্বল কাপাডিয়াকে বিয়ে করে সুখে সংসারের স্বপ্ন দেখেছিলেন রাজেশ। কিন্তু তাতেও ঘটে ছন্দপতন। ১৯৮৪ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। একজন আরেকজনের থেকে সরে গেলেও নিজেকে কখনও রাজেশের থেকে আলাদা ভাবতে পারেননি ডিম্পল। 

49

মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৩ সালে 'ববি' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন ডিম্পল কাপাডিয়া।ঋষির বিপরীতে তার লাল বিকিনি লুক আজও কেউ ভুলতে পারেনি। একদম ছোট বয়সেই বলি সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে গাটছড়া বাঁধেন ডিম্পল। 

59

তবে বিয়ের কিছুদিন পর থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন রাজেশ ও ডিম্পল। এমনকী  ১৯৮৪ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।তারপরই সিনেমা থেকে সরে আসেন ডিম্পল ।

69

একজন আরেকজনের থেকে আলাদা হয়ে গেলেও নিজেকে কখনও রাজেশের থেকে আলাদা ভাবতে পারেননি ডিম্পল। সূত্রের খবর, তাদের নাকি কোনওদিনই বিবাহবিচ্ছেদ হয়নি।

79

ডিম্পল সাক্ষাৎকারে বলেছিলেন, আমার ছোট বয়সে বিয়ে হয়েছিল ঠিকই এমনকী বিয়ের পর থেকে আলাদা থাকলেও রাজেশের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা একই রয়ে গেছে।

89

বিচ্ছেদের পরেই ১৯৮৫ সালে ফের বড়পর্দায় ফেরেন ডিম্পল। 'সাগর' সিনেমা দিয়ে ফের সুপারহিটের তকমা সকলের মন জয় করে নিয়েছিলেন ডিম্পল। সেরা অভিনেত্রীর পুরষ্কারও জেতেন তিনি।

99

১৯৯০ সালে রাজেশ খান্নার সঙ্গে শিব শঙ্কর ছবিতে ফের কাজ করেছিলেন ডিম্পল। রাজেশ খান্নার সঙ্গে আলাদা হলেও তারা একে অপরকে কখনও ডিভোর্স দেয়নি। যদিও শেষবয়সে ফেরে একবার একসঙ্গে থাকতে শুরু করেন ডিম্পল ও রাজেশ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos