Yearender2022: সুস্মিতা-ললিত থেকে সারা-শুভমন, ২০২২ সালের বহুলচর্চিত সম্পর্কে চোখ বুলিয়ে নিন একনজরে

সমালোচনা-কন্ট্রোভার্সি বলিউডে চলতেই থাকে। বছরভর তারকারা কোনও না কোন কারণে শিরোনামে থাকেন। কর্মজীবন হোক বা ব্যক্তিগত জীবন তারকাদের সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। ২০২২ সালের বলিউডের বহুলচর্চিত সম্পর্কের তালিকায় কারা রয়েছেন, দেখে নিন একনজরে।

Web Desk - ANB | Published : Dec 28, 2022 1:02 PM
15
সুস্মিতা সেন - ললিত মোদী

আর মাত্র কয়েকটা দিন পরই শুরু হতে চলেছে নতুন বছর। ২০২২ সালের গোটা বছরভর শিরোনামে থেকেছেন বলি অভিনেত্রী সুস্মিতা সেন। বলি অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলে আসছে দীর্ঘদিন ধরে। একাধিক সম্পর্কের জন্য বারেবারে লাইমলাইটে উঠে এসেছেন সুস্মিতা সেন। ৫০-এর কোটায় পৌঁছেও সুস্মিতা যা খেল দেখাচ্ছেন তা যেন সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত। বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । নেটদুনিয়ায় চোখ রাখলেই একটাই খবরে তোলপাড় হয়েছিল নেটপাড়া। ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক। যদিও এতে অবাক হওয়ার মতোনও কিছু নেই। কারণ ললিতের আগেও হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার। কখনও মুম্বইয়ের রেস্তোরাঁর মালিক রিতিক ভাসিন, কখনও বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা। আবার কখনও পরিচালক বিক্রম ভাট, কখনও নাম জড়িয়েছে অনিল আম্বানির সঙ্গে। শেষ কয়েক বছরে বয়সে অনেকটাই ছোট রহমানের সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছিলেন সুস্মিতা। তবে ললিতের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস হতেই লাইমলাইটের শীর্ষে উঠে এসেছিলেন সুস্মিতা সেন।

25
সারা আলি খান-শুভমন গিল

বলিপাড়ার অন্দরে কান পাতলেন সারা আলি খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছে সারার। শোনা যাচ্ছে সইফ কন্যা সারার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শুভমন গিল। যদি শুভমনের সঙ্গে রিলেশন নিয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন সারা। গত আগস্ট মাস থেকে সারা ও শুভমনের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। একটি রেস্তোরাঁয় প্রথম দুজনকে একসঙ্গে দেখা যায়। তারপর থেকেই শুরু হয় প্রেমের চর্চা।  সম্প্রতি একটি চ্যাট শো-কে এসে সারার সঙ্গে সম্পর্কে নিয়েও মুখও খুলেছিলেন শুভমন। তারপর থেকেই যেন জল্পনা আরও বাড়ছে। লভ আজ কাল অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট  সর্বদাই নজর কাড়ে ফ্যাশন বোদ্ধাদের। কীভাবে হটকে ফ্যাশন গোল দিতে হয় তা সারা বেশ ভালই  জানেন বলে মেনে নিয়েছেন ফ্যাশনিস্তারা। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত  সারা আলি খান।  সারার রূপে মজেছে আট থেকে অষ্টাদশী।সাহসী অবতারে নিজেকে মেলে ধরেছেন সারা। উল্লেখ্য, কানন আইয়ারের অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবিতে দেখা যাবে সারা আলি খানকে। 

35
প্রভাস-কৃতি শ্যানন

বলি অভিনেত্রী কৃতি শ্যানন ও দক্ষিণী অভিনেতা প্রভাসের সম্পর্কের কথা অজানা নয় বলিপাড়ায়। একাধিক মিডিয়া রিপোর্টে জানা গিয়েছিল আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাসও কৃতি। প্রেমের গুঞ্জন নিয়ে চর্চাও চলেছিল দীর্ঘদিন। যদিও প্রভাস পুরো বিষয়টাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।
 

45
নভ্যা নাভেলি-সিদ্ধান্ত চতুর্বেদী


স্টারকিড হিসেবে খুবই পরিচিত শ্বেতা কন্যা নভ্যা।  অমিতাভের নাতনি নভ্যা অভিনয়ে আগ্রহী নন। বরং অল্প বয়সেই তিনি মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। একটি পডকাস্ট শো সঞ্চালনা করেন নভ্যা।  অমিতাভের নাতনিনভ্যা নভেলি নন্দা প্রায়শই শিরোনামে উঠে আসেন। চলতি বছরে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে রিলেশনে জন্য শিরোনামে উঠে এসেছিলেন নভ্যা। যদি এ বিষয় নিয়ে কেউই মুখ খোলেননি।

55
ইব্রাহিম আলি খান-পলক তিওয়ারি

বলিউডের নবাব অভিনেতা সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান ও অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারিকে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। রাতের বেলা রেস্তোরাঁয় গিয়েছিলেন ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারি। এবং সেখান থেকে বেরোতে গিয়েই পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিলেন  ইব্রাহিম ও পলক। তারপর থেকেই বি-টাউনের অন্দরে কান পাতলেই গোপন প্রেমের গুঞ্জনে মাতোয়ারা টিনসেল টাউন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos