ঐশ্বর্যর সঙ্গে 'রোবট' ছবিতে রজনীকান্তকে দেখা গেছে। রজনীকান্ত একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই ছবিতে শুটিংয়ের ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়েই ঘাবড়ে গিয়েছিলেন থালাইভা। রজনীকান্ত জানিয়েছিলেন, ঐশ্বর্যর সৌন্দর্য এবং তার নাচের দক্ষতা দেখার জন্যই সকলেই মুখিয়ে ছিলেন।