
অনেক মাস ধরে জল্পনার পর অবেশেষ মিলল খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের মূখ্য ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। সৌরভ নিজে আগে এক সাক্ষাৎকারের কাস্টিং নিশ্চিত করেন। জানান রাজকুমার রাও-র কথা। তার পর অভিনেতাও এই খবর ঘোষণা করলেন।
এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেছেন, এখন যেহেতু দাদা নিজেই বলে ফেলেছেন, আমিও আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিচ্ছি- হ্যাঁ, আমি ওঁর বায়োপিকে অভিনয় করছি। আমি নার্ভাস… এটা একটা বিশাল দায়িত্ব, কিন্তু দারুণ মজার অভিজ্ঞতা হতে চলেছে।
এই বায়োপিক ২০২৬ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলা সৌরভ জানান, ছবির শ্যুটিং শুরু হবে আগামী জানুয়ারি থেকে।
PTI-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, সব কিছু ঠিকঠাক চলছে। আগামী ডিসেম্বরেই সিনেমাটা মুক্তি পাবে। জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। প্রি প্রোডাকশন, গল্প লেখা এবং স্ক্রিপ্ট তৈরিতেই অনেকটা সময় লাগে। কিন্তু, শ্যুটিং-এ খুব একটা সময় লাগে না। প্রায় তিন মাস সময় লাগে। তারপর পোস্ট-প্রোডাকশন আবার সময় যায়।
সৌরভ টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১৮,৫৭৫ রান করেছে এবং তাঁর ঝুলিতে রয়েছে ৩৮ টি শতরান। সৌরভ বলেন, আমি মনে করি সঠিক মানুষই এটা করছে… আমি ওকে সব রকম সাহায্য করব। তবে এখনও পর্যন্ত সিনেমার অফিসিয়াল নাম বা পরিচালকের নাম ঘোষণা করা হয়নি।
এর আগে বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছেন রাজকুমার। কমেডি থেকে সিরিয়াস চরিত্র সবেতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে এই বায়োপিক ছাড়া তার হাতে আছে একটি ডার্ক কমেডি ছবি। আদিত্য নিম্বলকার পরিচালিত এই ডার্ক কমেডি-তে দেখা যাবে তাঁকে। জুন মাসেই এই কাজ শুরু হওয়ার কথা। মুম্বইয়ের মারোলের ১, এয়াররোসিটি এবং গোরেগাঁও-র ফিল্ম সিটি-তে হবে ছবির কাজ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।