অনন্যা পান্ডে ও অহন পান্ডে
চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের সন্তান হল অনন্যা পান্ডে ও অহন পান্ডে। বলিউডে অনন্যা পা রাখলেও অহন লাইম লাইট থেকে থাকেন অনেক দূরে। তবে, বিভিন্ন শো-তে দিদির সঙ্গে দেখা যায় অহনকে। দুজনের মধ্যে যে সুন্দর সম্পর্ক আছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।