রাম চরণ জন্মদিন: আরআরআর (RRR) খ্যাত তারকা রাম চরণ ২৭ মার্চ ৪০তম জন্মদিন পালন করছেন। চিরঞ্জীবীর এই অভিনেতার সম্পত্তির পরিমাণ ১৩৭০ কোটি টাকা। হায়দ্রাবাদে রয়েছে ৩০ কোটির প্রাসাদোপম বাড়ি।
210
হায়দ্রাবাদের অত্যন্ত অভিজাত এলাকা জুবিলি হিলসে রয়েছে তাঁর এই বিলাসবহুল বাংলো। এর দাম ৩৫ থেকে ৩৮ কোটি টাকা বলে জানা যায়।
310
রাম চরণের এই বাংলোটি ২৫ হাজার স্কোয়্যার ফিট জুড়ে তৈরি। যেখানে রয়েছে একটি বড় বাগান। তাঁর পুরো পরিবার প্রায়ই এই খোলা জায়গায় পার্টি করে।