৪০ কোটির বাংলোয় থাকে রাম চরণ, জেনে নিন কেমন ভাবে তিনি জীবন কাটান, রইল ঝলক

Published : Mar 27, 2025, 02:13 PM IST

আরআরআর (RRR) খ্যাত তারকা রাম চরণ ২৭ মার্চ ৪০ বছরে পা দিলেন। হায়দ্রাবাদে তাঁর ৩০ কোটি টাকার বিলাসবহুল বাংলোতে রয়েছে সুইমিং পুল ও জিম।

PREV
110

রাম চরণ জন্মদিন: আরআরআর (RRR) খ্যাত তারকা রাম চরণ ২৭ মার্চ ৪০তম জন্মদিন পালন করছেন। চিরঞ্জীবীর এই অভিনেতার সম্পত্তির পরিমাণ ১৩৭০ কোটি টাকা। হায়দ্রাবাদে রয়েছে ৩০ কোটির প্রাসাদোপম বাড়ি।

210

হায়দ্রাবাদের অত্যন্ত অভিজাত এলাকা জুবিলি হিলসে রয়েছে তাঁর এই বিলাসবহুল বাংলো। এর দাম ৩৫ থেকে ৩৮ কোটি টাকা বলে জানা যায়।

310

রাম চরণের এই বাংলোটি ২৫ হাজার স্কোয়্যার ফিট জুড়ে তৈরি। যেখানে রয়েছে একটি বড় বাগান। তাঁর পুরো পরিবার প্রায়ই এই খোলা জায়গায় পার্টি করে।

410

রাম চরণের বাড়ির ইন্টেরিয়রের বেশিরভাগ জিনিসই বিদেশ থেকে আমদানি করা। এখানকার আসবাবপত্রও বিদেশ থেকে আনা হয়েছে।

510

হায়দ্রাবাদের এই বাংলোতে একটি সুইমিং পুল, ব্যক্তিগত জিম, টেরেস গার্ডেনও রয়েছে।

610

রাম চরণের এই বাড়িতে জিম এবং শরীরচর্চার জন্য একদম আলাদা জায়গা রয়েছে। তিনি এখানে ওয়ার্কআউটের পাশাপাশি যোগ এবং আসনও করেন। 

710

রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা পুরো পরিবারের সঙ্গে প্রতিটি উৎসব উদযাপন করেন। 

810

রাম চরণ খুব ধার্মিক, তিনি তাঁর বাড়িতে বড় একটি মন্দির বানিয়েছেন। প্রতিদিন সকাল-সন্ধ্যা তাঁর বাড়িতে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়।

910

রাম চরণের বাড়ি থেকে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য দেখা যায়। এর জন্য বাড়িতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

1010

রাম চরণ এবং চিরঞ্জীবী বাবা-ছেলের চেয়ে বেশি বন্ধুর মতো থাকেন। তাঁরা প্রায়ই তাঁদের বাড়ির একটি ফ্রেমের ছবি শেয়ার করেন। 

click me!

Recommended Stories