আসছে 'থাম্বা', দর্শকদের ভয় দেখাতে প্রস্তুত নওয়াজউদ্দিন সিদ্দিকী, আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা জুটি

Published : Oct 29, 2024, 02:02 PM IST

হাম্পির ঐতিহাসিক গৌরবময় কাহিনী নিয়ে নির্মিত বলিউড সিনেমা 'থাম্বা'তে নায়িকা হিসেবে অভিনয় করছেন রশ্মিকা মন্দান্না। এই সিনেমাটির আগের নাম ছিল 'ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর'।

PREV
15

হাম্পির ঐতিহ্য নিয়ে নির্মিত 'থাম্বা' ছবিতে রশ্মিকা। এটি একটি হরর কমেডি সিনেমা যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আয়ুষ্মান খুরানা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

25

সিনেমাটির আগের নাম 'ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর' থেকে 'থাম্বা' করা হয়েছে। বর্তমানে বলিউডে হরর কমেডি সিনেমা বেশ জনপ্রিয়তা পাচ্ছে। 

35

'থাম্বা' একই ধারার সিনেমা। 'মুঞ্জিয়া' সিনেমার সফল পরিচালক আদিত্য সরপোটদার এই সিনেমাটিও পরিচালনা করছেন।

45

এদিকে ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের জাতীয় রাষ্ট্রদূত হিসেবে কন্নড় এবং বহুভাষী অভিনেত্রী রশ্মিকা মন্দান্নাকে নির্বাচিত করা হয়েছে। এই কেন্দ্রটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে। 

55

বছরের শুরুতে অনলাইনে তার ডিপফেক ভিডিও নিয়ে চর্চিত হওয়া মন্দান্না এই বিষয়ে আনন্দ ব্যক্ত করেছেন, 'আমাদের অনলাইন জগতের সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের জন্য নিরাপদ অনলাইন জগত গড়ে তুলতে সকলকে এক হতে হবে। রাষ্ট্রদূত হিসেবে আমি সর্বোচ্চ সচেতনতা মূলক কার্যক্রম চালাবো' বলে জানিয়েছেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories