বাগদান সারা হয়ে গেল, আগামী বছরের গোড়াতেই বিয়ের পিঁড়িতে রশ্মিকা মন্দানা

Published : Oct 03, 2025, 11:33 PM ISTUpdated : Oct 03, 2025, 11:55 PM IST
Vijay Deverakonda Rashmika Mandanna Love Story

সংক্ষিপ্ত

Rashmika Mandanna Wedding: অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গে অভিনেত্রী রশ্মিকা মন্দানার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। এবার তাঁদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

DID YOU KNOW ?
রশ্মিকা-বিজয়ের বিয়ে
দেশজুড়ে প্রচণ্ড জনপ্রিয় রশ্মিকা মন্দানা। তাঁর বিয়ের খবরে বহু পুরুষ অনুরাগীর হৃদয় ভেঙে যাচ্ছে।

Rashmika Mandanna-Vijay Deverakonda: অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রশ্মিকা মন্দানার বাগদান হয়ে গেল। এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের বাগদান হয়েছে। এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও বন্ধুরা ছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে। রশ্মিকা ও বিজয় অবশ্য এখনও প্রকাশ্যে তাঁদের বাগদান বা বিয়ের কথা ঘোষণা করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে বাগদানের কথা জানা গিয়েছে। এই দুই তারকা ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তবে সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেরওয়ানি পরা ছবি শেয়ার করেছেন। রশ্মিকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শাড়ি পরা ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখে তাঁদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অনুরাগীদের দশেরার শুভেচ্ছা রশ্মিকার

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান রশ্মিকা। এই পোস্টে তাঁকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। শাড়ির পাশাপাশি তাঁর কপালে তিলকও দেখা যায়। এই অভিনেত্রীর পরবর্তী ছবি 'থামা' নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির ট্রেলার ও গান প্রকাশ্যে এসেছে। রশ্মিকার অনুরাগীদের 'থামা'-র ট্রেলার ও গান পছন্দ হয়েছে। সেই কারণে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, শীঘ্রই 'থামা'-র প্রচার শুরু করবেন। সেই সময় তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করবেন।

দেশজুড়ে ঝড় তুলেছেন রশ্মিকা

দক্ষিণ ভারতের ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করলেও, সারা ভারতেই জনপ্রিয় হয়ে উঠেছেন রশ্মিকা। তিনি 'এক্সপ্রেশন ক্যুইন' হিসেবে পরিচিতি লাভ করেন। 'ডিয়ার কমরেড', 'পুষ্পা', 'পুষ্পা টু'-এর মতো ছবিতে অভিনয় করার পর বলিউডে (Bollywood) পা রাখেন রশ্মিকা। 'অ্যানিম্যাল' ছবিতে তাঁর অভিনয় নজর কেড়ে নেয়। 'ডিয়ার কমরেড' ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রশ্মিকা। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সেই সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন রশ্মিকা মন্দানা
সহ-অভিনেতা ও প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকা মন্দানার বিয়ে হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা