৫২ বছরেও রবিনা ট্যান্ডন গ্ল্যামার নজর কাড়ল সকলের, 'রাশার দিদি' বললেন অনুরাগীরা

Published : Mar 03, 2025, 05:22 PM IST

সাদা সালোয়ার-কামিজে রবিনা ট্যান্ডনের ঝলমলে সাজ। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, মেয়ে রাশার দিদি।

PREV
15

বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে সম্প্রতি দেখা গেছে। এই সময় তিনি সাদা সালোয়ার-কামিজে অসাধারণ লাগছিলেন।

25

৫২ বছর বয়সী রবিনা সেখানে উপস্থিত পাপারাৎজিদের জন্য পোজ দিয়েছেন। এখন রবিনার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

45

রবিনা ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী। তাকে সর্বশেষ 'ঘুড়চড়ি' ছবিতে দেখা গিয়েছিল।

55

রবিনার আসন্ন ছবিগুলির মধ্যে রয়েছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল', 'পতি পত্নী আর ও ২'।

click me!

Recommended Stories