বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী, জানেন কে এই হাজার কোটি টাকার মালিক?

সাধারণত অনেক ফিল্ম তারকারাই কোটি কোটি টাকার মালিক। কিন্তু হাজার কোটি টাকার মালিক খুবই কম। বিশ্বাস করবেন কি, এমন একজন নায়িকা আছেন যার সম্পত্তির মূল্য হাজার কোটি টাকা? কে এই নায়িকা?

Soumya Gangully | Published : Jan 4, 2025 3:10 AM
15
বর্তমান সময়ে চলচ্চিত্র জগতে নায়কদের পাশাপাশি নায়িকারাও মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়কদের আর্থিক অবস্থা নায়িকাদের তুলনায় অনেক ভালো। তবে বর্তমানে নায়িকারাও কোটি কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। নায়কদের তুলনায় নায়িকাদের কেরিয়ার অনেক ছোট। ত্রিশা, নয়নতারা, সামান্থার মত কিছু নায়িকা দীর্ঘ ক্যারিয়ার ধরে রেখেছেন।

25
দক্ষিণী ছবির অভিনেত্রী নয়নতারা নায়িকাদের মধ্যে অন্যতম সম্পদশালী হয়ে উঠেছেন

সম্পদের দিক দিয়ে নয়নতারা অন্যান্য নায়িকাদের তুলনায় অনেক সফল। অনেকে চরিত্র অভিনেত্রী হিসেবে কাজ করছেন। কিছু নায়িকা বিনিয়োগ করে ব্যবসা করছেন এবং কোটি কোটি টাকার মালিক।

35
বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থবান কেকেআর কর্ণধার জুহি চাওলা

সবচেয়ে ধনী নায়িকা হলেন জুহি চাওলা। অমিতাভ, শাহরুখ, সালমানের চেয়েও তাঁর সম্পত্তি বেশি।

45
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি চাওলার সম্পত্তির হিসেব অবাক করে দেওয়ার মতো

জুহি চাওলার সম্পত্তির মূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা। তিনি একসময় বলিউডের জনপ্রিয় নায়িকা ছিলেন। বিয়ের পর তিনি অভিনয় থেকে বিরতি নেন।

55
বলিউডের অনেক বিখ্যাত নায়কের চেয়েও জুহি চাওলার সম্পদের পরিমাণ বেশি

হুরুন ইন্ডিয়ার তালিকায় জুহি চাওলা সবচেয়ে ধনী নায়িকা। তাঁর সম্পত্তির মূল্য ৪,৬০০ কোটি টাকা। শাহরুখ খান ৭,৩০০ কোটি টাকা নিয়ে সবার আগে। ঋত্বিক রোশন ২,০০০ কোটি টাকা এবং অমিতাভ বচ্চন ১,২০০ কোটি টাকার মালিক।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos