Rihanna: মঞ্চ কাঁপিয়ে দিলেন রিহানা! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহে ধুন্ধুমার পারফর্ম্যা‌ন্স

Published : Mar 02, 2024, 01:31 PM IST
rihanna

সংক্ষিপ্ত

নিজের চার্ট-টপিং হিট এবং শক্তিশালী মঞ্চ উপস্থিতি দিয়ে দর্শকদের রোমাঞ্চিত করে তুলেছে পপ তারকা রিহানা।

দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ভারতের মঞ্চে কাঁপিয়ে দিলেন পপস্টার রিহানা (Rihana) । মুকেশ এবং নীতা অম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা বণিকের প্রাক বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বার্বাডিয়ান গায়িকা। গোটা ইন্টারনেট দুনিয়া জুড়ে তাঁর ধুন্ধুমার নাচ এবং গানই এখন চর্চার কেন্দ্রে। 


ঐশ্বর্যময় পরিবেশ এবং জমকালো উৎসবের মধ্যে, রিহানার পারফরম্যান্স প্রাক বিবাহের সন্ধ্যাকে জমকালো করে তুলেছে, নিজের চার্ট-টপিং হিট এবং শক্তিশালী মঞ্চ উপস্থিতি দিয়ে দর্শকদের রোমাঞ্চিত করে তুলেছে পপ তারকা রিহানা।

-

সর্বকালের হিট যেমন রুড বয়, পোর ইট আপ, ডায়মন্ডস, ওয়াইল্ড থিংস এবং আরও অনেক সুপার ডুপার হিট গান দিয়ে উপস্থিত অতিথিদের মাতিয়ে রেখেছিলেন এই আফ্রিকান-আইরিশ তন্বী। 

 

PREV
click me!

Recommended Stories

অনলাইনে বুকিং-র ঝড়, জেনে নিন ধুরন্ধর মুক্তির আগে কত টাকা আয় করল ছবিটি
Early Review: ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ধুরন্ধর, জেনে নিন কেন দেখবেন ছবিটি