
দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ভারতের মঞ্চে কাঁপিয়ে দিলেন পপস্টার রিহানা (Rihana) । মুকেশ এবং নীতা অম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা বণিকের প্রাক বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বার্বাডিয়ান গায়িকা। গোটা ইন্টারনেট দুনিয়া জুড়ে তাঁর ধুন্ধুমার নাচ এবং গানই এখন চর্চার কেন্দ্রে।
ঐশ্বর্যময় পরিবেশ এবং জমকালো উৎসবের মধ্যে, রিহানার পারফরম্যান্স প্রাক বিবাহের সন্ধ্যাকে জমকালো করে তুলেছে, নিজের চার্ট-টপিং হিট এবং শক্তিশালী মঞ্চ উপস্থিতি দিয়ে দর্শকদের রোমাঞ্চিত করে তুলেছে পপ তারকা রিহানা।
-
সর্বকালের হিট যেমন রুড বয়, পোর ইট আপ, ডায়মন্ডস, ওয়াইল্ড থিংস এবং আরও অনেক সুপার ডুপার হিট গান দিয়ে উপস্থিত অতিথিদের মাতিয়ে রেখেছিলেন এই আফ্রিকান-আইরিশ তন্বী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।