সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মৃত্যুর গুজব, কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র? বিশেষ পোস্ট এষার

Published : Nov 11, 2025, 08:29 AM ISTUpdated : Nov 11, 2025, 09:48 AM IST
dharmendra sunny bobby deol net worth comparison

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তাঁর পুত্র সানি দেওল এই খবরকে ভুয়ো বলে জানিয়েছেন এবং সবাইকে অভিনেতার জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছেন। 

গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিনেতাকে দেখতে তাঁর পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। কিন্তু, রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটিই খবর। তিনি নাকি প্রয়াত হয়েছেন। অনেকে অভিনেতার ছবি পোস্ট করে আত্মার শান্তি কামনা করেন। আবার কেউ কেউ শোক প্রকাশ করেন। কিন্তু আসল সত্য কি?

অভিনেতার মৃত্যু সংবাদ চাওড় হতেই মুখ খোলেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। তাঁর টিমের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়। জানানো হয়, ‘গোটা খরটা ভুয়ো। ধর্মেন্দ্র হাসপাতালে আছেন। চিকিৎসা চলছে। তিনি এখন স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে নজরে রাখছে। আগামীতে নতুন করে পরিস্থিতির পরিবর্তন হলে অবশ্যই সবাইকে জানানো হবে। দয়া করে ওঁর স্বাস্থ্য নিয়ে কোনও ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না। দয়া করে সবাই ওঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করুন আর দয়া করা পরিবারের লোকেদের একটু ব্যক্তিগত সময় দিন।’

গত রাতে তাঁকে দেখতে সলমন খান যান। গিয়েছিলেন ইশা দেওল, ববি দেওল। দেখা যায় বলি দেওলের স্ত্রী তন্যা দেওলকে। হাসপাতালে যান করণ জোহর, রাজীব দেওল। গতকাল রাতের দিকে হাসপাতালে গিয়েছিলে শাহরুখ খান, আরিয়ান খান এবং গোবিন্দা। 

জানা যাচ্ছে, প্রায় ১ সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। গতকাল তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। কদিন আগে, তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। গতকাল অবস্থা সংকট জনক হলেও রাতের দিকে স্থিতিশীল হয়েছে বলা জানা গিয়েছে।

এদিকে, ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে- ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বহু ছবিতে কাজ করেছেন অভিনেতা। দীর্ঘ বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। শেষ বার অভিনেতাকে দেখা গিয়েছিল, তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ডিসেম্বরে মুক্তি পাবে ইক্কিস। এই ছবিতেও দেখা যাবে অভিনেতাকে।

আজ সকালে ফের চাওড় হয় মৃত্যুর খবর। এরপরই এষা দেওল বিশেষ পোস্ট করেন। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে