Published : Dec 15, 2022, 10:16 AM ISTUpdated : Dec 15, 2022, 12:34 PM IST
লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হামেশাই মুখিয়ে থাকেন ভক্তরা। বাড়ির বাইরে পা রাখলেই লেন্সবন্দি হন তারকারা। এবার সাতসকালেই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল সইফ-করিনার রোম্যান্স, যা থেকে থ নেটপাড়া।
লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হামেশাই মুখিয়ে থাকেন ভক্তরা। বাড়ির বাইরে পা রাখলেই লেন্সবন্দি হন তারকারা। এবার সাতসকালেই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল সইফ-করিনার রোম্যান্স, যা থেকে থ নেটপাড়া।
210
কোনওকিছুই করেই হোক বা না করেই হোক সর্বদাই শিরোনামে থাকেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। বাড়ির বাইরে বেরোতেই পাপারাৎজিদের নজর আটকে থাকে তাদের দিকে। সাতসকালেই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল সইফ-করিনার রোম্যান্স, যা থেকে থ নেটপাড়া।
310
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তৈমুরকে কাঁধে উল্টো করে বাড়ির সামনে বেরিয়েছেন সইফ আলি খান। সঙ্গে ছিলেন স্ত্রী করিনা। বাবার কাঁধে উল্টো হয়ে ঝুলে ফোন নিয়ে ব্যস্ত তৈমুর। সেই মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়েছেন তারকা দম্পতি।
410
দুই তারকার কথোপকথনের মাঝে করিনার ঠোঁটে চুমু খান সইফ আলি খান। এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। পাপারাৎজির ক্যামেরায় এই ভিডিও নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ছেলের দিকে খেয়াল না করেই রোম্যান্সে মত্ত সইফিনা, যা ঘিরে তোলপাড় নেটদুনিয়া।
510
বয়স ৫০ পেরিয়েছে,বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান সইফ আলি খান ও করিনা কাপুর খান সর্বদাই খবরের শিরোনামে। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বহুবারই প্রমাণ দিয়েছেন তারকারা।
610
দুজনের সম্পর্কের ব্যবধানও প্রায় ১০ বছর। বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল। ওমকারা ছবিতে একসঙ্গে কাজ করলেও তাদের সম্পর্ক অতটাও ভাল ছিল না। টশন ছবির সেটে প্রেমের শুরু।
710
বলিউডের অন্যতম নবাব পাওয়ার কাপল সইফ আলি খান ও করিনা কাপুর খান সর্বদাই শিরোনামে থাকেন। টশন ছবির সেটে প্রেমের শুরু।একসময় বয়সে বড় অভিনেতার সঙ্গে রোম্যান্স না পসন্দ ছিল করিনার, কিন্তু বাস্তবে বিবাহিত, দুই সন্তানের বাবার কামের নেশাতেই পাগল করিনা কাপুর।
810
দিদি করিশ্মার সূত্র ধরেই আলাপ সইফের সঙ্গে। তারপরই 'টশন' ছবিতেই একে-অপরকে মন বিনিময় হয়েছিল সইফ-করিনার। তারপর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছিল এই লাভবার্ডসকে।
910
২০১২ সালে বিয়ে হয় করিনা-সইফের। তারপর থেকে ৯ বছর ধরে চুটিয়ে সংসার করছেন নবাব কাপল। ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিয়ে-সন্তান-সম্পর্ক নিয়ে সবসময়েই লাইমলাইটে থাকেন করিনা।
1010
শীতকাল পড়তে না পড়তেই উৎসবের মরশুম চারিদিকে শুরু হয়ে গেছে। সৌদি আরবে উইমেন ইন সিনেমা ইভেন্টে যোগ দিয়েছিলেন সইফ আলি খান এবং করিনা কাপুর। সেখানে পৌঁছে প্রিয় তারকাদের প্রশংসায় ভরিয়ে দিলেও স্ত্রী কথা বেমালুম ভুলে যান সইফ। চলতি বছরের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে একাধিক বলিউড তারকারা যোগদান করেছেন। করিনা-সইফের পাশাপাশি শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, সোনম কাপুর, কাজল সহ একাধিক তারকারা যোগদান করেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।