Published : Mar 20, 2023, 11:31 AM ISTUpdated : Mar 20, 2023, 03:11 PM IST
ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান। এবার একটু অন্য কায়দায় ভাইজানকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কথা না শুনলেই ঝটকা খাবেন তার জন্য নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। জানা যাচ্ছে, আপাতত নাকি মুম্বই ছেড়েছেন সলমন খান।
সলমন খানকে নিয়ে জোরদার চিন্তা বাড়ছে। ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন ভাইজান। এই কথা ফাঁস হতেই গত শনিবার ফের নিরাপত্তা বাড়ানো হল সলমন খানের।
211
খবর প্রকাশ্যে আসতেই সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। গত শনিবার সলমন খানের অফিসে হুমকির মেইল পাঠানোর অভিযোগে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, রোহিত গর্গের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
311
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রোহিত গর্গ নামে একজন এই মেইলটি পাঠিয়েছেন। এবং তাতে উল্লেখ করা, কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলতে চান । কিছু হিসাব মেটাতে হবে। কথা হবে মুখোমুখি। এখনও হাতে সময় আছে, তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাব না। তখন শুধু ঝটকা দেব।
411
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রোহিত গর্গ নামে একজন এই মেইলটি পাঠিয়েছেন। এবং তাতে উল্লেখ করা, কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলতে চান । কিছু হিসাব মেটাতে হবে। কথা হবে মুখোমুখি। এখনও হাতে সময় আছে, তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাব না। তখন শুধু ঝটকা দেব।
511
এই হুমকি পাওয়ার পরই সলমন খানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন। রাতারাতি নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে আপাতত নাকি মুম্বইতে নেই সলমন খান, এছাড়া বেশ কিছু নিষেধাজ্ঞাও রয়েছে।
611
সামনেই মুক্তি পাচ্ছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেই ছবির প্রচারেরও কথা চলছিল। তবে সূত্র বলছে আপাতত আর কোথাও দেখা যাবে না ভাইজানকে। এমনকী জনসাধারণের মধ্যে কোনও অনুষ্ঠানেও যাওয়া পুরোপুরি নিষেধ ভাইজানের।
711
ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শোনা যাচ্ছে, মুম্বই ছেড়েছেন সলমন খান। তবে কবে ফিরবেন, তা জানা নেই। আপাতত জনসমক্ষে না বেরানোর জন্যই বলা হয়েছে সলমন খানকে।
811
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে।যে কোনও সময়েই খুন হয়ে যেত পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি।
911
এই ঘটনা প্রকাশ্যে আসতেই লরেন্স ও গোল্ডির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। লরেন্স এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছেন। তিনি সাক্ষাৎকারে আগেও বলেছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সলমন খানকে। এবং তার জন্য গ্রামের মন্দিরে যেতে হবে, অন্যথায় পরিণতি ভাল হবে না।
1011
কৃষ্ণসার হরিণকে তাদের গ্রামের লোকেরা দেবতা রূপে পুজো করে, সেই কৃষ্ণসার হরিণকে মেরে অনেক বড় অন্যায় করেছেন সলমন খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে তিনি আঘাত করেছেন। এই জন্য ফল ভুগতে হবে সলমনকে ।
1111
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন যোধপুরে দুটো কৃষ্ণসার হরিণকে হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে,এমনকী তাকে পাঁচ বছরের কারাদন্ডও দেওয়া হয়েছিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।