শ্যুটিং-র সময় সেটে ঢুকে হুমকি সলমনকে, অভিযোগের নিশানায় লরেন্স বিষ্ণোই-র দিকে

সংক্ষিপ্ত

সলমন খানকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এবার শ্যুটিং সেটে। লরেন্স বিষ্ণোইর নাম করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হুমকি দেয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনা সলমন এবং বিষ্ণোইর মধ্যে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাসেরই ধারাবাহিকতা।

লরেন্স বিষ্ণোই আর সলমন খানের শত্রুতার কথা সকলের জানা। একাধিক বার সলমনকে প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই। এবার ফের ভাইজান পেলেন হুমকি। এবার আর টেলিফোন বা সমাজমাধ্যমে নয়। সরাসরি শ্যুটিং সেটে ঢুকে হুমকি দেওয়া হল ভাইজানকে।

বুধবার রাতে মুম্বইয়ের দাদর এলাকায় জোন-৫ এ সলমন খানের শ্যুটিং চলাকালীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ করলে লরেন্স বিষ্ণোইর নাম করে হুমকি দেয়। এরপর তাঁকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে।

Latest Videos

কিছুদিন আগে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। লরেন্স বিষ্ণোই এই দোষ স্বীকার করে নেয়। লরেন্স বিষ্ণোই জেল বন্দি। তাঁর ভাই আনমোল বিদেশে। সেখান থেকেই তিনি এই হত্যার ছক কষেছিলেন বলে অভিযোগ। এনআইএ তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়।

অভিযোগ বাবা সিদ্দিকির পর সলমনকে টার্গেট করেছে লরেন্স বিষ্ণোই। বারে বারে সলমনকে হুমকি দিয়েছে। কখনও ২ কোটি তো কখনও ৫ কোটি টাকা দাহি করেছে।

সলমন ও লরেন্স বিষ্ণোইর শক্রতা বহু পুরনো। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার ও চিঙ্কারা হত্যার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। বিষ্ণোই গোষ্ঠি ভাইজানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে। তা তিনি করেননি। সেই থেকে চলছে শত্রুতা। বর্তমানে বারে বারে সলমনকে হুমকি দিয়ে চলেছে লরেন্স বিষ্ণোই।

সব মিলিয়ে খবরে ভাইজান। ফের হুমকি পেলেন তিনি। 

 

 

Share this article
click me!

Latest Videos

'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং | Lalan Singh
'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari